এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-7 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1527
15261. Tin-plating হলো-
- টিনের প্রলেপ
- কার্বনের প্রলেপ
- কপারের প্রলেপ
- লেড এর প্রলেপ
15262. লোহাকে আর্দ্র বায়ুতে রাখলে ক্ষয় হয়, কারণ-
- লোহা একটি মধ্যম মানের সক্রিয় ধাতু
- এটি বায়ুর অক্সিজেন ও জলীয়বাষ্পের সাথে বিক্রিয়া করে আয়রনের অক্সাইড বা মরিচা উৎপন্ন করে
- লোহার অক্সাইড ধাতব আয়রন থেকে পৃথক হয়ে পুনরায় ধাতু পৃষ্ঠকে বায়ুর সংস্পর্শে নিয়ে আসে
A,B,C
15263. কলাগাছ কোন ধর্মী পদার্থ থাকে?
- অম্লীয়
- ক্ষারীয়
- নিরপেক্ষ
- লবণ
15264. তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে কি ঘটে?
- উৎপাদ বাড়ে
- উৎপাদ কমে
- অপরিবর্তিত থাকে
- কোনটিই নয়
15265. মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা যেতে পারে?
- কলিচুন
- ভিনেগার
- খাবার লবণ
- পানি
15266. হাইড্রোজেনের জারণ সংখ্যা -১ হয় এর যৌগে-
- NaH
- NaOH
- LiAH4
A,C
15267. এ বিক্রিয়ার মাধ্যম হতে চাপ হ্রাস করলে কী ঘটে?
- সাম্যাবস্থায় প্রভাব পরে না
- সম্মুখ বিক্রিয়ার হার বৃদ্ধি পায়
- পশ্চাৎ বিক্রিয়ার হার বৃদ্ধি পায়
- তাপ উৎপন্ন হয়
15268. তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে-
- AH ঋণাত্মক
- বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি < বন্ধন সৃষ্টির নির্গত শক্তি
- বিক্রিয়া পাত্র ও বিক্রিয়া দ্রবণ ঠান্ডা হয়
A,C
15269. NaOH কী?
- ক্ষার
- শুধু ক্ষারক
- এসিড
- লবণ
15270. এন্টাসিড জাতীয় ঔষধ সেবনে কোন ধরনের বিক্রিয়া সম্পন্ন হয়?
- প্রশমন
- দহন
- সংযোজন
- প্রতিস্থাপন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-7 - এসএসসি-রসায়ন-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1527"