এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-6 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1508
15071. প্রমাণ অবস্থায় ১ গ্রাম CO2 এর আয়তন কত?
- 1.2 লিটার
- 0.2 লিটার
- 0.5 লিটার
- 1.5 লিটার
15072. 1টি HCI অণুর ভর কত?
- 6.02×10-23
- 6.06×10-23
- 5.13×10-23
- 6.18×10-23
15073. 10 গ্রাম চুনাপাথর উৎপন্ন করে-
- 3 লিটার দ্রবণে 1 মোলার দ্রবণ
- 1 লিটার দ্রবণে 0.1 মোলার দ্রবণ
- 0.1 লিটার দ্রবণে 1 মোলার দ্রবণ
A,C
15074. কোনটি জানা না থাকলে যৌগের সংকেত লেখা যায় না?
- পারমাণবিক সংখ্যা
- ভরসংখ্যা
- যোজনী
- সংযুক্তি
15075. 12 গ্রাম কার্বনে কার্বন পরমাণুর সংখ্যা কত?
- 6.02×1023
- 6.14×1023
- 6.15×1011
- 6.07×1023
15076. একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না তা-
- বিশেষ বিক্রিয়ক
- প্রভাবক
- লিমিটিং বিক্রিয়ক
- বিজারক পদার্থ
15077. যৌগ গঠনে দ্বিযোজী হিসেবে ব্যবহৃত হয়-
- অক্সিজেন
- ম্যাগনেসিয়াম
- ক্যালসিয়াম
A,B,C
15078. ইথাইনের আণবিক সংকেত C2H2 হলে এর আণবিক ভর কত?
- 24
- 26
- 30
- 32
15079. দ্রবণ-
- পানি + দ্রাবক
- দ্রব + পানি
- দ্রব + অ্যালকোহল
- দ্রব + দ্রাবক
15080. কোনটি মৌলের ল্যাটিন নাম?
- Sodium
- Chromium
- Plumbum
- 1ndium
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি রসায়ন কুইজ মডেল টেস্ট অনুশীলন"