এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1492
14911. নিস্ক্রিয় গ্যাস পর্যায় সারণির যে গ্রুপে স্থান পেয়েছে-
- ২য় গ্রুপে
- ৪র্থ গ্রুপে
- শূণ্য গ্রুপে
- ৭ম গ্রুপে
14912. নিচের কোন মৌল বিক্রিয়ায় অংশ নেয় না?
- He
- Na
- Pb
- Cu
14913. কপার তার কোনটির জন্য বিদ্যুৎ সুপরিবাহী?
- মুক্ত ইলেকট্রন
- ধনাত্মক আধান
- কঠিন
- আয়নিক যৌগ
14914. আয়নিক যৌগ সম্বন্ধে নিচের কোন বাক্যটি সঠিক?
- সমযোজী যৌগের চেয়ে আয়নিক গলনাঙ্ক অধিক
- কঠ্নি আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবাহী
- আয়নিক যৌগ সাধারণত পানিতে অদ্রবণীয়
- ইলেকট্রন দান ও গ্রহণের আয়নিক যৌগ সৃষ্টি হয় না
14915. দ্রবীভূত অব্স্থায় বিদ্যুৎ পরিব্হন করে কোনটি?
- CH4
- NaC1
- 12
- CCI4
14916. নিস্ক্রিয় গ্যাসসমূহ-
- দ্বি-পরমাণুক
- এক-পরমাণুক
- কোনটি এক পরমাণুক কোনটি দ্বিপরমাণুক
- সবগুলোই ত্রিপরমাণুক
14917. কোনো মৌলের অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকে কী বলে?
- যোজ্যতা
- প্রতীক
- যৌগমূলক
- সংকেত
14918. কপার (আস) এর যোজনী কত?
- 1
- 2
- 3
- 4
14919. আয়নিক যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কেমন?
- গলনাঙ্ক বেশি স্ফুটনাঙ্ক কম
- গলনাঙ্ক বেশি স্ফুটনাঙ্কও বেশি
- গলনাঙ্ক কম স্ফুটনাঙ্কও কম
- গলনাঙ্ক কম স্ফুটনাঙ্ক বেশি
14920. সমযোজী যৌগের অণুসমূহ যে বিশেষ শক্তি দ্বারা পরস্পরের প্রতি আকৃষ্ট থাকে তা হলো-
- আন্তঃআণবিক শক্তি
- রাসায়নিক শক্তি
- স্থির বৈদ্যুতিক শক্তি
- ভ্যানডাওয়ালস শক্তি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-5 - এসএসসি-রসায়ন-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1492"