এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1490
14891. একযোজী যৌগমূলক হল-
- অ্যামোনিয়াম
- নাইট্রেট
- ফসফেট
A,B
14892. যেসব পরমাণুর আয়নীকরণ শক্তি কম তাদের পক্ষে- গঠন করা সহজ।
- ধনাত্মক আয়ন
- ঋণাত্মক আয়ন
- জৈব যৌগ
- সমযোজী যৌগ
14893. অষ্টক নিয়ম যোজ্যতা স্তরে কয়টি ইলেকট্রন থাকে?
- ২টি
- ৪টি
- ৬টি
- ৮টি
14894. লবণের কেলাস গলাতে চিনির চেয়ে বেশি তাপ শক্তি প্রয়োজন, এর কারণ কী?
- লবণ আয়নিক যৌগ
- লবণ সমযোজী যৌগ
- চিনি ধাতব যৌগ
- লবণ নিস্ক্রিয় যৌগ
14895. আয়নিক বন্ধন মূলত-
- আন্তঃনিউক্লিয়ার বল
- আন্তঃপারমাণবিক বল
- আন্তঃআণবিক বল
- পারমাণবিক বল
14896. B মৌলটি-
- দুই ধরনের বন্ধন গঠন করে
- A কে ইলেকট্রন দান করে
- D এর সাথে যুক্ত হয়ে পানিতে দ্রবীভূত হয়
A,B,C
14897. ইলেকট্রন গ্রহণ করে যোজ্যতা স্তরে অষ্টক বিন্যাস লাভ করে-
- অক্সিজেন
- ক্যালসিয়াম
- ক্লোরিন
A,C
14898. ধাতুর পরমাণুতে ইলেকট্রন ও নিউক্লিয়াসের আকর্ষণবল কম থাকে কেন?
- ইলেকট্রন নিউক্লিয়াস থেকে দূরে থাকে বলে
- নিউক্লিয়াস আকারে ছোট হয় বলে
- ইলেকট্রন সংখ্যা বেশি থাকে বলে
- ধাতু কঠ্নি পদার্থ বলে
14899. ইলেকট্রন সাগরের অস্তিত্ব আছে কোন ধরনের বন্ধনে?
- আয়নিক
- সমযোজী
- ধাতব
- হাইড্রোজেন
14900. ধাতবখন্ড উচ্চতাপ, বিদ্যুৎ পরিবাহিতা, নমনীয়তা ও ঘাতসতা বৈশিষ্ট্য বজায় থাকে কী কারণে?
- সঞ্চারণশীল ইলেকট্রনের উপস্থিতি
- নিউক্লিয়াসে প্রোটনের উপস্থিতি
- সমযোজী বন্ধন বিদ্যমান থাকার কারণে
- নিউক্লিয়াস চার্জ নিরপেক্ষতার কারণে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-5 - এসএসসি-রসায়ন-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1490"