এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1471
14701. পৃথিবীর বয়স নির্ণয় করা হয় কোনটি দ্বারা?
- 12C
- 13C
- 14C
- 16C
14702. রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে-
- পরমাণুর নিউক্লিয়াস সকল ভর বহন করে
- পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ কারণ এতে সমানসংখ্যক ইলেকট্রন ও নিউট্রন আছে
- ইলেকট্রনসমূহ সর্বদা নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান
A,C
14703. H- এর আইসোটোপসমূহ হচ্ছে-
- হাইড্রোজেন
- ডিউটোরিয়াম
- ট্রিটিয়াম
A,B,C
14704. কোন মৌলের পরমাণুতে a টি প্রোটন, b টি ইলেকট্রন ও c টি নিউট্রন বিদ্যমান। ঐ মৌলের পরমানুর ভর সংখ্যা কত?
- a+b
- a+c
- b+c
- a+b+c
14705. বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট-
- একই মৌলের পরমাণুসমূহকে পরস্পরের আইসোটোপ বলে
- নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে আইসোটোপের উদ্ভব হয়
- একই মৌলের পরমাণুর প্রোটন বা ইলেকট্রন সংখ্যা কখনো পরিবর্তন হয় না
A,B,C
14706. সালফারের প্রতীক কোনটি?
- P
- Se
- S
- S8
14707. বোরন মৌলের নামটি এসেছে কোন ভাষা থেকে?
- ইংরেজী
- ল্যাটিন
- স্পেনিস
- আরবী
14708. Lead প্রতীক কী?
- Ld
- Le
- Pb
- Pm
14709. গাইগার কাউন্টারে কোনটি ব্যবহৃত হয়?
- 30P
- 31P
- 32P
- 33P
14710. তিন বর্ণের প্রতীক-
- Uus
- uln
- Uup
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-3 - এসএসসি-রসায়ন-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1471"