এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1452
14511. একটি পাকা কাঁঠাল ঘরের একটি কক্ষে রেখে দিলে তার গন্ধ কাঁঠালের ত্বকের ছিদ্র পথে বের হয়ে বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে।ত্বকের ছিদ্রপথে গন্ধ বের হওয়াকে কী বলে?
- ব্যাপন
- নিঃসরণ
- পরিস্রাবণ
- মিশ্রণ
14512. গন্ধ বের হয়ে কোন প্রক্রিয়ায় তা বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে-
- ব্যাপন
- অনুব্যাপন
- নিঃসরণ
- অভিস্রবণ
14513. উদ্দীপকের ন্যায় প্রক্রিয়া নিচের কোনটি?
- ফুলের গন্ধ ছড়ানো
- পানিতে নীল মিশ্রণ
- গ্যাসভর্তি বেলুন হঠাৎ ফুটানো
- গ্যাসভর্তি বেলুন থেকে ছিদ্র পথে গ্যাস বের হওয়া
14514. নিচের কোনটি সমসত্ব মিশ্রণ?
- বালু ও চিনির মিশ্রণ
- লোহার গুঁড়া ও লবণের মিশ্রণ
- বালু ও লোহার গুঁড়ার মিশ্রণ
- চিনি ও পানির দ্রবণ
14515. দহন বিক্রিয়া সবসময়-
- তাপোৎপাদী হয়
- তাপহারী হয়
- তাপ উৎপন্ন হয় না
- তাপের উৎপাদ-তাপহারী হয়
14516. পটাসিয়াম পারম্যাঙ্গানেটকে পানিতে দ্রবীভূত করলে কী বর্ণ ধারণ করবে?
- বেগুনি
- নীল
- লাল
- হলুদ
14517. কক্ষ তাপমাত্রায় একটি পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকে। গ্যাসটির-
- গলনাংক ও স্ফটনাংক কক্ষতাপমাত্রার নিচে অবস্থান করে
- গলনাংক কক্ষতাপমাত্রার নিচে কিন্তু স্ফুটনাংক কক্ষতাপমাত্রার উপরে থাকে
- কণাসমূহের মধ্যে আন্তঃআণবিক শক্তি সর্বনিম্ন পর্যায়ে থাকে
A,C
14518. কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় পদার্থের কণাগুলো গতিশীল থাকে। কোন তত্ত্বথেকে এ তথ্যটি জানা যায়?
- ব্যাপন ত্ত্ত্ব
- নিঃসরণ তত্ত্ব
- গতিতত্ত্ব
- গ্যাস স্বীকার্যতত্ত্ব
14519. নিচের কোনটি ভৌত পরিবর্তন?
- মোম জ্বালানো
- চিনি ও পানির দ্রবণ
- পানির তড়িৎ বিশ্লেষণ
- লোহার মরিচা পড়া
14520. পদার্থ হলো এমন ভৌত বস্তু যার-
- ভর আছে
- আয়তন আছে
- আকার নেই
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-2 - এসএসসি-রসায়ন-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1452"