এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1448
14471. কোন মিশ্রণের উপাদানগলোর অস্তিত্ব বাইরে থেকে দেখা যায়?
- সমসত্ত্ব মিশ্রণ
- অসমসত্ত্ব মিশ্রণ
- সম্পূর্ণ মিশ্রণীয় তরল যুগল
- তরল-তরল দ্রবণ
14472. নিচের পদার্থের বৈশিষ্ট্যসমূহ লক্ষ কর-
- তামা একটি ধাতু
- পানি একটি মৌলিক পদার্থ
- নাইট্রোজেন অধাতু
A,C
14473. গন্ধ বের হয়ে কোন প্রক্রিয়ায় তা বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে-
- ব্যাপন
- নিঃসরণ
- পরিস্রাবণ
- মিশ্রণ
14474. নিচের বিবৃতিগুলো লক্ষ কর-
- কঠিন পদার্থের নির্দিষ্ট কোনো আকৃতি নেই
- তরল পদার্থের আয়তন আছে
- গ্যাসীয় পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি কম
B,C
14475. চাপ প্রয়োগে তরল পদার্থের আয়তন-
- কোনো পরিবর্তন ঘটে না
- অতি অল্প মাত্রায় সংকোচনশীল
- অনেক বেশি সংকোচনশীল
- অসংকোচনশীল
14476. তিন অবস্থাতেই পদার্থের কণাগুলো?
- স্থির
- গতিশলী
- সমানভাবে গতিশীল
- কখনো স্থির কখনো গতিশীল
14477. কোন অবস্থায় পদার্থের কণাসমূহের মধ্যে সর্বাধিক কম্পন, আবর্তন ও স্থানান্তর গতি রয়েছে?
- কঠিন
- তরল
- গ্যাসীয়
- তরল স্ফটিক
14478. ঘরবাড়িতে ব্যবহৃত হয়-
- অধিক চাপে মিথেন
- রিফাইনারি থেকে প্রাপ্ত বিউটেনW
- রিফাইনারি থেকে প্রাপ্ত প্রোপেন
A,B,C
14479. আন্তঃআণবিক শক্তি বা আকার্ষণ কম হলে দূরত্ব-
- কমে যায়
- বেড়ে যায়
- অপরিবর্তিত থাকে
- সামান্য কমে যায়
14480. উদ্দীপক অনুসারে তরলকৃত উপাদানগুলোকে কীভাবে পৃথক করা যাবে?
- উর্ধ্বপাতন
- স্ফুটন
- গলন
- পাতন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-2 - এসএসসি-রসায়ন-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1448"