এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1456
14551. কোন মাধ্যমে ব্যাপন সংঘটিত হয়?
- কঠিন বস্তুর ক্ষেত্রে
- তরল বস্তুর ক্ষেত্রে
- গ্যাসীয় বস্তুর ক্ষেত্রে
A,B,C
14552. পদার্থের কণাগুলো সাধারণত কোন অবস্থায় থাকতে পারে?
- এক সাথে কঠিন ও তরল অবস্থায়
- এক সাথে তরল ও গ্যাসীয় অবস্থায়এক সাথে কঠিন
- তরল ও গ্যাসীয় অবস্থায়যেকোনো একটি অবস্থায়
14553. কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফুর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
- অনুব্যাপন
- ব্যাপন
- অভিস্রবণ
- মিশ্রণ
14554. নিচের কোন গ্যাসের ব্যাপনের হার সবচেয়ে কম?
- NH2
- CH4
- CO2
- N2
14555. মোমবাতি জ্বলতে থাকলে-
- পদার্থের তিনটি অবস্থাই একসাথে দেখা যায়
- ভৌত পরিবর্তন ঘটে
- রাসায়নিক পরিবর্তন ঘটে
A,B,C
14556. একটি পরীক্ষানলে একটি পটাসিয়াম পারম্যাঙ্গানেটের স্ফটিক নিয়ে তাতে পানি যোগ করার ১০ মিনিট পর-
- পরীক্ষানলের পুরো পানি গাঢ় বেগুনি বর্ণ ধারণ করবে
- পরীক্ষানলের পুরো পানি হালকা বেগুনি বর্ণ ধারণ করবে
- পটাসিয়াম পারম্যাঙ্গানেটের স্ফটিকের কোনো অস্তিত্ব থাকবে না।
B,C
14557. অণুসমূহের কোনটির মান বেশি হলে পদার্থ গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়?
- আন্তঃআণবিক শক্তি
- স্থিতিশক্তি
- গতিশক্তি
- আন্তঃপারমাণবিক শক্তি
14558. জলীয়বাষ্পকে যখন ঘনীভবন করা হয়, তখন কণাসমূহের ক্ষেত্রে কী ঘটবো?
- আকার সংকুচিত হবে
- চলাচল করতে থাকবে
- একই অবস্থানে থেকে কাঁপতে থাকবে
- পরিপার্শ্বে শক্তি নির্গত করবে
14559. নিচের কোন যৌগটির দৃঢ়তা আছে?
- ধাতু
- পানি
- পেট্রোল
- হাইড্রোজেন
14560. নিচের কোনটি তরল পদার্থ?
- CaCO2
- C6H12O6
- CO2
- Hg
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-2 - এসএসসি-রসায়ন-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1456"