এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-12 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1437
14361. টয়লেট ক্লিনার হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
- নিশাদল
- কষ্টিক সোডা
- সোডা অ্যাশ
- অ্যামোনিয়া
14362. কোমল পানীয়তে অতিরিক্ত পরিমাণে চিনি এবং উচ্চচাপে এক ধরনের গ্যাস দ্রবীভূত থাকে। এই পানীয়তে উপস্থিত এক ধরনের এসিড পরিপাকে সহায়ক।উদ্দীপকে উল্লেখিত গ্যাসটি কী?
- SO2
- CO
- H2SO3
- CO2
14363. পানীয়তে উপস্থিত কোন এসিডটি পরিপাকে সহায়ক?
- HCl
- H2SO4
- H2SO3
- CH3COOH
14364. লরাইল হাইড্রোজেন সালফেটকে NaOH দ্রবণের মধ্য দিয়ে চালনা করলে কি উৎপন্ন হয়?
- সাবান
- সোডিয়াম হাইড্রোজেন সালফেট
- সোডিয়াম হাইড্রোজেন সালফোনেট
- গ্লিসারিন
14365. জায়মান অক্সিজেন –
- হাইপোক্লোরাস এসিডের বিয়োজনে উৎপন্ন হয়
- জারণ ক্রিয়ার মাধ্যমে কাপড়ের দাগ দূর করে
- জীবাণুর প্রোটিনকে বিজারিত করে
A,B
14366. সরবিক এসিড –
- ৬.৫
- pH পর্যন্ত অত্যন্ত কার্যকরএর অনুমোদিত গ্রহণযোগ্য মাত্রা ১%কার্যকর অবস্থায় ঈস্ট
- মোল্ডস দমন করে”;}}
A,C
14367. ফ্যাটি এসিড ও ইথানলের বিক্রিয়ায় কোন যৌগটি উৎপন্ন হয়?
- ইয়ার
- অ্যালডিহাইড
- এস্টার
- সাবান
14368. X + H2O → স্লেকেড লাইম; বিক্রিয়াটিতে –
- X মাটির pH বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়
- তাপ উৎপন্ন হয়
- Ca(OH)2 উৎপন্ন হয়
A,B,C
14369. ফুড প্রিজারভেটিভস্ সোডিয়াম বেনজোয়েট এর গ্রহণযোগ্য মাত্রা কত?
- 0.00001
- 0.0001
- 0.001
- 0.0002
14370. খাদ্য লবণের জলীয় দ্রবণে উৎপন্ন ক্যাটায়নগুলো কী কী?
- Na+ K+
- K+ H+
- Na+ H+
- Ca2+ H+
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-12 - এসএসসি-রসায়ন-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1437"