এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-12 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1441
14401. ভালো ফলন হয় না কোন মাটিতে?
- এসিডীয় মাটি
- দোআঁশ মাটি
- পলিমাটি
- ক্ষারীয় মাটি
14402. আমাদের প্রাত্যহিক জীবনে অনেক ধরনের খাদ্যসামগ্রী ব্যবহার করে থাকি। কোনটি খাবারের স্বাদ বাড়াতে, আবার কোনটি পিঠা ফোলানোর কাজে।নিচের কোনটি খাদ্যসামগ্রী হিসেবে ব্যবহৃত হয় না?
- খাদ্য লবণ
- বেকিং পাউডার
- সিরকা
- সাবান
14403. খাবারের স্বাদ বাড়াতে ব্যবহৃত হয় কোনটি?
- সোডিয়াম ক্লোরাইড
- সিরকা
- কোমল পানীয়
- ডিটারজেন্ট
14404. প্রাত্যহিক জীবনে খাদ্যসামগ্রী হিসেবে ব্যবহৃত হয় –
- খাদ্য লবণ
- বেকিং পাউডার
- কোমল পানীয়
A,B,C
14405. সোডিয়াম লরাইল সালফোনেটরের অন্য নাম কী?
- ডিটারজেন্ট
- বেকিং পাউডার
- গ্লাস ক্লিনার
- সাবান
14406. পাকা জলপাই-এ কোনটি বিদ্যমান?
- সোডিয়াম বেনজোয়েট
- ম্যাগনেশিয়াম বেনজোয়েট
- সরবেট
- বেনজালডিহাইড
14407. ডিটারজেন্ট একটি –
- জীবাণুনাশক
- বিরঞ্জক
- ময়লা পরিষ্কারক
- উপাদেয় খাবার
14408. ফরমালিনে শতকরা কতভাগ ফরম্যালডিহাইড থাকে?
- 0.06
- 0.1
- 0.2
- 0.4
14409. নিচের কোনটি দ্রবণীয়?
- ক্যালসিয়াম কার্বনেট
- ম্যাগনেসিয়াম কার্বনেট
- ক্যালসিয়াম স্টিয়ারেট
- ক্যালসিয়াম লরাইল সালফোনেট
14410. বাড়িতে বা বেকারিতে পাউরুটি ফোলানোর জন্য কী ব্যবহৃত হয়?
- সিরকা
- ফরমালিন
- মোল্ড
- ঈস্ট
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-12 - এসএসসি-রসায়ন-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1441"