এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-11 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1415
14141. কার্বন সংখ্যা বাড়ার সাথে সাথে অ্যালকিনের স্ফুটনাঙ্ক –
- কমে
- বাড়ে
- স্থির থাকে
- কোনটিই নয়
14142. ইমালশন রং শিল্পে দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
- CH2Cl2
- CHCl3
- CH3Cl
- CCl4
14143. দীর্ঘ শিকল বিশিষ্ট অ্যালকেনকে ভাঙতে কত চাপ প্রয়োগ করা হয়?
- 70 atm
- 75 atm
- 750 atm
- 700 atm
14144. অংশ কলামের 171-2700C তাপমাত্রা অঞ্চল থেকে পৃথকীকৃত অংশকে বলে –
- ডিজেল তেল
- বিটুমিন
- ন্যাপথা
- গ্যাসোলিন
14145. ইতিপূর্বে হরিপুরে তেল আবিষ্কারের ঘোষণা দিলেও কার্যত তা ছিল একটি –
- কয়লা ক্ষেত্র
- গ্যাস ক্ষেত্র
- স্বর্ণের খনি
- হীরক খনি
14146. কোন এসিড মানুষ খেতে পারে?
- অজৈব এসিড
- জৈব এসিড
- হাইড্রোক্লোরিক এসিড
- সালফিউরিক এসিড
14147. বিক্রিয়াটি লক্ষ কর -CaC2(s)+H2O(g)→HCºCH(g)
- শিল্পক্ষেত্রে এভাবে ইথাইন প্রস্তুত করা হয়
- বিক্রিয়ক CaC2 এ ফোঁটায় ফোঁটায় পানি যোগ করা হয়
- ফল পাকাতে উৎপন্ন যৌগটি ব্যবহার হয়ে থাকে
A,B,C
14148. পেট্রোলিয়ামের প্রধান উপাদান কোনটি?
- কার্বন
- হাইড্রোকার্বনের মিশ্রণ
- হাইড্রোকার্বন
- মিথেন
14149. ডেলরিন কী দিয়ে তৈরি?
- মিথান্যাল
- ইথান্যাল
- প্রোপান্যাল
- বিউটান্যাল
14150. কয়লায় রূপান্তরিত হয় নিচের কোনটি?
- প্রাণিদেহ
- উদ্ভিদদেহ
- প্লাস্টিক দ্রব্য
- জলাভূমির ক্ষুদ্র প্রাণিসত্তা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি রসায়ন কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1415"