এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-10 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1399
13986. Hg ধাতু কীভাবে উৎপাদন করা হয়?
- আকরিকের তড়িৎ বিশ্লেষণ
- কোক দ্বারা বিজারণ
- আকরিকের তাপ জারণ
- আকরিকের বিশোধন
13987. নিচের কোন ধাতুটি সবচেয়ে বেশি সক্রিয়?
- সোডিয়াম
- ক্যালসিয়াম
- পটাসিয়াম
- ম্যাগনেসিয়াম
13988. পিঁয়াজ কাটলে চোখে জ্বালা করার কারণ –
- SO2
- SO2 এ H2O বিক্রিয়ায় H2SO3 তৈরি হওয়া
- পিঁয়াজে সালফারের প্রোপাইল যৌগ
A,B,C
13989. বিভিন্ন খনিজ মলের আপেক্ষিক গুরুত্ব –
- একই
- কাছাকাছি
- পরস্পরের সরলগুণিতক
- ভিন্ন
13990. আকরিককে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করার কারণ –
- পরিবহনে সুবিধা
- বিক্রিয়াতল বৃদ্ধি
- ভেজাল দূরীকরণ
- সৌন্দর্য বর্ধন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-10 - এসএসসি-রসায়ন-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1399"