এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-1 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1392
এসএসসি-রসায়ন-1-কুইজ | 13911. লোহায় মরিচা ধরা এক ধরনের পদার্থের পরিবর্তন-
- গঠিত মরিচা একটি ভঙ্গুর পদার্থ
- লোহার অক্সাইড নামক পদার্থ উৎপন্ন হয়
- জলীয় বাষ্পের উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিশুদ্ধ লোহার বিক্রিয়া সংঘটিত হয়
A,B,C
13912. কাঠ পোড়ালে কোনটি উৎপন্ন হয়?
- কার্বন ডাই অক্সাইড
- সালফার ডাই অক্সাইড
- ফসফরাস পেন্টাক্সাইড
- নাইট্রোজেন ডাই অক্সাইড
13913. ব্রাশ, চিরুনি, কাগজ, কলম, প্রভৃতির রাসায়নিক পরিধি হলো-
- এসব পণ্য প্রকৃতি থেকে সংগ্রহ করা হয়
- এগুলো বিভিন্ন রাসায়নিক যৌগের সমন্বয়ে গঠিত
- এসব পণ্য শিল্প কারখানায় রাসায়নিক ক্রিয়ার
B,C
13914. কাগজ তৈরির রাসায়নিক যৌগ গঠনে কোন মৌল আবশ্যক?
- নাইট্রোজেন
- সালফার
- ফসফরাস
- কার্বন
13915. কৃষিকাজে কীটনাশক ব্যবহার করা হয় কী উদ্দেশ্যে?
- জমির উর্বরতা বৃদ্ধির জন্যে
- ফসলের পুষ্টির জন্যে
- পোকামাকড়কে শস্যহানি থেকে প্রতিরোধ করার জন্যে
- আগাছা নির্মূলের জন্যে
13916. রাসায়নিক সার মাটিতে কী প্রদান করে?
- উদ্ভিদের পুষ্টি
- উদ্ভিদের শক্তি
- উদ্ভিদের খাবার
- উদ্ভিদের তাপ
13917. পরিবেশ লেবেলকৃত পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য-
- এরা বিশেষ করে জলজ জীবের জন্য ক্ষতিকর
- এগুলো নদী-নালার পানিতে মিশতে দেয়া বাঞ্ছনীয় নয়
- এদের ব্যবহারের পর মিশ্রণের সংগ্রহ ও পরিশোধন আবশ্যক
A,B,C
13918. ঘরের দরজা-জানালা বন্ধ করে কেরোসিন বাতি জ্বালানো উচিত নয় কেন?
- বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয় বলে
- দুর্গন্ধ ছড়িয়ে পড়ে বলে
- বাতি নিভে যায় বলে
- বাতির সলতা পুড়ে যায়
13919. ‘গাড়ির পেট্রোল দিয়ে চলা’ কোন ধরনের পরিবর্তন?
- ভৌত পরিবর্তন
- রাসায়নিক পরিবর্তন
- ভৌত ও রাসায়নিক পরিবর্তন
- মিশ্র পরিবর্তন
13920. অনুসন্ধান ও গবেষণার ফলাফল কোনটি প্রদান করে?
- মৌলিক বিষয়ের নতুন ব্যাখ্যা
- কোনো বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা
- কোনো বিষয়ের সাধারণ ব্যাখ্যা
- কোনো বিষয় সম্পর্কে আগাম ধারণা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-1-কুইজ - 1392"