জনসংখ্যা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2110
এসএসসি ভুগোল ও পরিবেশ | 21091. সাধারণত নারীদের প্রজনন ক্ষমতার বয়সসীমা থাকে নিচের কোনটি?
- ১৫-৩০ বছর
- ১৫-৪০ বছর
- ১৫-৪৫/৪৯ বছর
- ১২-৩৫/৪০ বছর
21092. মিয়ানমার সরকারের চাপে কত রোহিঙ্গা বাংলাদেশে অভিবাসী হয়েছে?
- প্রায় ৩ লাখ
- প্রায় ৫ লাখ
- প্রায় ২ লাখ
- প্রায় ৭ লাখ
21093. নিয়ামকগুলোর পারস্পরিক ক্রিয়ার ফলে কোন ক্ষেত্রে প্রভাব পড়ে?
- সামাজিক 2. অর্থনৈতিক 3. রাজনৈতিক
A,B,C
21094. নিচের কোনটি জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক?
- জন্মহার
- মৃত্যুহার
- অভিবাসন
- সবগুলো
21095. কিসের প্রভাব জনবসতির বন্টন নিয়ন্ত্রণ করে?
- জলবায়ু
- বায়ু প্রবাহ
- তাপ
- আর্দ্রতা
21096. আফ্রিকা ও এশিয়ায় জন্ম ও মৃত্যুহার উভয়ই বেশি থাকার কারণে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল-
- অপেক্ষাকৃত কম
- অপেক্ষাকৃত বেশি
- খুবই কম
- অত্যন্ত কম
21097. স্থানভেদে মাত্র শতকরা ৫ ভাগ এলাকায় পৃথিবীর মোট জনসংখ্যার কত লোকের বসবাস?
- প্রায় অর্ধেক
- প্রায় এক-চতুর্থাংশ
- প্রায় এক-তৃতীয়াংশ
- কোনোটিই নয়
21098. ১৬৫০-১৮৫০ এই ২০০ বছরে জনসংখ্যার পরিমাণ কত বৃদ্ধি পায়?
- ৬৪৫ মিলিয়ন
- ৬৫০ মিলিয়ন
- ৬৫৫ মিলিয়ন
- ৬৬০ মিলিয়ন
21099. বর্তমান বিশ্বে কত বছর অন্তর লোক গণনা করা হয়?
- ১ বা ২
- ২ বা ৫
- ৫ বা ৮
- ৫ বা ১০
21100. মৃত্যুহার নির্ণয়ে বয়স-নির্দিষ্ট মৃত্যুহার গুরুত্বপূর্ণ-
- বয়স অনুযায়ী মৃত্যুহার 2. বার্ধক্যজনিত মৃত্যুহার 3. অকাল মৃত্যুর হার
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি ভুগোল ও পরিবেশ -7 - জনসংখ্যা - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2110"