এসএসসি বোর্ড চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষণের ফলাফল যেভাবে দেখবেন

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষণের ফলাফল যেভাবে দেখবেন

২০১৭ এসএসসি (ssc) বা মাধ্যমিকি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল এখনো প্রকাশিত হয়নি, প্রকাশিত হওয়ার সাথে সাথে ইশিখন.কম সাইটে ও ফ্যানপেইজে জানতে পারবেন । সকল বোর্ড এর ফলাফল স্ব স্ব শিক্ষাবোর্ড এর ওয়েবসাইটের পাশাপাশি ইশিখন.কম থেকেও জানা যাবে।

সকল বোর্ড এর ফলাফল একই দিনে প্রকাশ করা হলেও একই সময়ে প্রকাশ করা হয়না। তাই কোন বোর্ড এর ফলাফল প্রকাশ হওয়ার পর সেগুলো এখানে আপলোড করে দেওয়া হবে। ফলাফল ইশিখন.কম এ আসা মাত্র এখানে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৫ মে ২০১৭ তারিখ ২০১৭ সালের এসএসসি (ssc) বা মাধ্যমিকি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর দিন ৬ মে থেকে যারা প্রত্যাশিত ফলাফল আসেনি তাদেরকে ১১ মে পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদনের সুযোগ দেওয়া হয়। এই পোস্টে উক্ত ফলাফল দেখার সকল পদ্ধতি সহ প্রকাশ হওয়ার পর উক্ত ফলাফল ও প্রকাশ করবো।

ফলাফল পুনঃমুল্যায়নের আবেদন কিভাবে করবেন তা দেখুন এই পোস্টে

যেভাবে ফলাফল ফলাফল পুনঃনিরীক্ষণের এর ফলাফল দেখা যাবেঃ

ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল সাধারণত ২ টি পদ্ধতিতে দেখা যাবে।

পদ্ধতিগুলো হলোঃ

১. এসএমএস(SMS) পদ্ধতি

২. অনলাইন পদ্ধতি

এখন ২ টা পদ্ধতিতেই কিভাবে ফলাফল জানতে পারবেন বিস্তারিত জেনে নেওয়া যাক…..

১. এসএমএস(SMS) পদ্ধতিঃ এই পদ্ধতিতে ফলাফল জানার জন্য আপনাকে তেমন কিছুই করতে হবে না। ফলাফল প্রকাশের পর ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করার সময় প্রদত্ত আপনার ব্যক্তিগত মোবাইল নম্বরে (যে কোন অপারেটর এর) সরাসরি এসএমএস(SMS) এর মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে। তাই ফলাফল দেখার জন্য আপনার কোন ম্যাসেজ পাঠানোর প্রয়োজন নেই।

২. অনলাইন পদ্ধতিঃ এই পদ্ধতিতে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলেন ঐ বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে পিডিএফ আকারে শুধুমাত্র যাদের ফলাফলে পরিবর্তন হবে তাদের তালিকা প্রকাশ করা হবে। উক্ত পিডিএফ ফাইলটি ডাউনলোড করে আপনার ফলাফলে কোন পরিবর্তন হয়েছে কিনা জেনে নিতে পারবেন।

উল্লেখ্য, এই পদ্ধতিতেও যাদের ফলাফলে কোন পরিবর্তন হয়নি তাদের তালিকা প্রকাশ করা হয়না।

সহজে অনলাইনে ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল দেখবেন যেভাবেঃ

ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল সাধারণত একই দিনে সকল বোর্ড ভিন্ন ভিন্ন সময়ে তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করে থাকে। তাই সকল বোর্ড এর ফলাফল এক জায়গাতে পাওয়া যায়না। কিন্তু ইশিখন.কম এর এই পোস্ট থেকে সকল বোর্ড এর ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথে আপলোড করে দেওয়া হবে।

বি:দ্র: পোস্টটি শেয়ার করে রেখে দিন, যাতে ফলাফল প্রকাশিত হওয়ার সাথে সাথে দেখে নিতে পারেন।

এসএসসি (ssc) বা মাধ্যমিকি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০১৭ পাওয়া যাবে এখানে

পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হওয়ার সাথে সাথে নিচের লিংকগুলোতে আমরা PDF ফাইল যুক্ত করে দিবো।

  1. এসএসসি (ssc) বা মাধ্যমিকি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০১৭ ঢাকা বোর্ড ডাউনলোড

  2. এসএসসি (ssc) বা মাধ্যমিকি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০১৭ দিনাজপুর বোর্ড ডাউনলোড

  3. এসএসসি (ssc) বা মাধ্যমিকি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০১৭ বরিশাল বোর্ড ডাউনলোড

  4. এসএসসি (ssc) বা মাধ্যমিকি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০১৭ রাজশাহী বোর্ড ডাউনলোড

  5. এসএসসি (ssc) বা মাধ্যমিকি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০১৭ সিলেট বোর্ড ডাউনলোড

  6. এসএসসি (ssc) বা মাধ্যমিকি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০১৭ কুমিল্লা বোর্ড ডাউনলোড

  7. এসএসসি (ssc) বা মাধ্যমিকি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০১৭ চট্টগ্রাম বোর্ড ডাউনলোড

    এসএসসি (ssc) বা মাধ্যমিকি রেজাল্ট পুনঃনিরীক্ষণের ফলাফল ২০১৭ যশোর বোর্ড দেখুন এখানে

  8. এসএসসি (ssc) বা মাধ্যমিকি রেজাল্ট পুনঃনিরীক্ষণের ফলাফল ২০১৭ যশোর বোর্ড দেখুন এখানে

  9. এসএসসি (ssc) বা মাধ্যমিকি ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০১৭ টেকনিক্যাল বোর্ড ডাউনলোড

  10. দাখিল ফলাফল পুনঃনিরীক্ষণের ফলাফল ২০১৭ মাদ্রাসা বোর্ড ডাউনলোড

পিডিএফ থেকে ফলাফল যেভাবে খুঁজে পাবেনঃ উক্ত ডাউনলোড লিঙ্ক থেকে আপনার কাঙ্খিত বোর্ড এর ফলাফল ডাউনলোড করলে একটি PDF ফাইল পাবেন। এরপর pdf ফাইলটি ওপেন করে কম্পিউটার এর কি বোর্ড এ CTRL+F চাপুন। এখন একটি সার্চ বক্স আসবে। ঐ বক্সে আপনার রোল নম্বর লিখে ENTER বাটন চাপলে আপনার ফলাফল হাজির হয়ে যাবে। যদি আপনার রোল নম্বর খুঁজে না পান সেক্ষেত্রে ধরে নিতে হবে আপনার ফলাফলে কোন পরিবর্তন হয়নি।

বিদ্রঃ যে সকল বোর্ড স্কান করে পিডিএফ ফাইল আপলোড করেছে তাদের ফলাফল উপরের নিয়মে খুঁজে পাওয়া যাবেনা। সেক্ষেত্রে আপনাকে ফাইলটি থেকে আপনার রোল নম্বর খুঁজে বের করতে হবে।

মন্তব্য করুন

Need Help? Send a WhatsApp message now

Click one of our representatives below