এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1156
এসএসসি বাংলা | 11551. ‘সোনার তরী’, ‘বিষের বাঁশি’, ‘নকশী কাঁথার মাঠ’ – এগুলো কোন শ্রেণির বিশেষ্য?
- গুণবাচক
- সংজ্ঞাবাচক
- বস্তুবাচক
- ভাববাচক
11552. ‘স্বর্ণময় পাত্র’ – এ পদটি কোন ধরনের বিশেষণের উদাহরণ?
- রূপবাচক
- গুণবাচক
- অবস্থাবাচক
- উপাদানবাচক
11553. ‘সমিতি’ কোন বিশেষ্যের উদাহরণ?
- নামবাচক বিশেষ্য
- জাতিবাচক বিশেষ্য
- সমষ্টিবাচক বিশেষ্য
- গুণবাচক বিশেষ্য
11554. ‘হাসেম কিংবা কাসেম এর জন্যে দায়ী’ – এখানে ‘কিংবা’ কোন অব্যয়?
- সমুচ্চয়ী অব্যয়
- সংযোজক অব্যয়
- বিয়োজক অব্যয়
- সংকোচক অব্যয়
11555. ‘হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান’ – এখানে ‘হে দারিদ্র্য’ কোন ধরনের অনন্বয়ী অব্যয়?
- উচ্ছ্বাস প্রকাশক অব্যয়
- সমর্থনসূচক অব্যয়
- সম্বোধনবাচক অব্যয়
- বাক্যালংকার অব্যয়
11556. “আপন ভালো পাগলেও বুঝে” – এখানে ‘ভালো’ কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে?
- সর্বনাম
- বিশেষ্য
- বিশেষণ
- অব্যয়
11557. “আপনি যেটি জানেন তা তো ঠিকই বটে।” – বাক্যটিতে অনুন্বয়ী অব্যয় কোনটি?
- যা
- তা
- আপনি
- তো
11558. “আমার আর থাকা হয়ে উঠল না” – বাক্যটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
- সম্ভাবনা অর্থে
- সামান্য অর্থে
- অবিরাম অর্থে
- অভ্যাস র্থে
11559. “এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পা “ – বাক্যে কী ধরনের অব্যয়ের ব্যবহার ঘটেছে?
- সংযোজক
- বিয়োজক
- সংকোচক
- অনুগামী সমুচ্চয়ী
11560. “ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে” – এখানে ‘ওগো’ কোন অব্যয় পদ?
- সমুচ্চয়ী
- অনন্বয়ী
- অনুসর্গ
- অনুকার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
0 responses on "এসএসসি বাংলা - 2 - 4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1156"