এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1059
এসএসসি বাংলা | 10581. পদের মধ্যে কোনটি থাকলে পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হয়?
- ঃ
- ৎ
- ং
- র
10582. চ, ছ, জ, ঝ, ঞ – এ পাঁচটি তালব্য ধ্বনির অন্য নাম কী?
- পশ্চাৎ তালুজাত ধ্বনি
- পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি
- অগ্র তালুজাত ধ্বনি
- অগ্র দন্তমূলীয় ধ্বনি
10583. ‘এ’ ধ্বনির উচ্চারণ কোন ধরনের হয়?
- সংবৃত ও বিবৃত
- বিবৃত
- সংবৃত
- অর্ধ সংবৃত
10584. উষ্মবর্ণের ‘শ’ বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণস্থান কোথায়?
- ওষ্ঠে
- জিহ্বায়
- দন্তমূলে
- পশ্চাৎ দন্তমূলে
10585. বাংলা বর্ণমালায় হ্রস্বস্বর ও দীর্ঘস্বর থাকলেও উচ্চারণের পার্থক্যের জন্য কী হয়?
- অর্থের তারতম্য ঘটে
- অর্থের তারতম্য ঘটে না
- অর্থ বোধগম্য হয় না
- অর্থ সম্পূর্ণ বদলে যায়
10586. বাংলা বর্ণমালার উৎস কী?
- সংস্কৃতলিপি
- ব্রাহ্মীলিপি
- তিব্বতীলিপি
- দেবনাগরীলিপি
10587. একাক্ষর শব্দের ‘ই’ এবং ‘ঈ’ দুটোই কোন ধ্বনি?
- হ্রস্ব স্বর
- দীর্ঘ হয়
- হ্রস্ব ও দীর্ঘ হয়
- প্রান্তিক হয়
10588. ‘শুক্ল’ শব্দের উচ্চারণ কেমন?
- শুকল
- শুকলো
- শুকলো
- শুকল্
10589. সংবৃত উচ্চারণকে কোনটি বলা হয়?
- বিবৃত
- অস্বাভাবিক
- অপ্রকৃত
- স্বাভাবিক
10590. ‘ক্ষ’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক্ + ষ
- ষ্ + ক
- হ্ + ম
- ষ্ + ণ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি বাংলা - 2 - 2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1059"