এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1208
12071. শ্মশানযাত্রীরা মড়াদাহ করে ঘরে ফিরছেন। বাক্যটি –
- যোগ্যতা গুণসম্পন্ন
- বাহুল্য দোষে দুষ্ট
- দুর্বোধ্য
- গুরুচন্ডালী দোষে দুষ্ট
12072. রতন পোস্ট অফিসের চারদিকে কাঁদিয়া কাঁদিয়া বেড়াইতে লাগিল? – বাক্যটি গঠন অনুসারে –
- জটিল বাক্য
- যৌগিক বাক্য
- সরল বাক্য
- আশ্রিত খন্ডবাক্য
12073. যে ভিক্ষা চায় তাকে দান করো – এটি কোন বাক্য?
- মিশ্র বাক্য
- যৌগিক বাক্য
- সরল বাক্য
- খন্ড বাক্য
12074. যে সকল অত্যাচারই সয়ে যায় – এর সংক্ষেপণ কী হবে?
- সর্বংসহা
- সর্বসহ্যকারী
- সহনশীল
- সহ্যশীল
12075. অমিতের ভাই এসেছে – বাক্যে কীভাবে উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটেছে?
- বিশেষণ সহযোগে
- সমার্থক বাক্যাংশ সহযোগে
- সম্বন্ধ পদ সহযোগে
- অসমাপিকা ক্রিয়া বিশেষণ সহযোগে
12076. নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ?
- রহমান গান গায়
- আর আছিয়া নাচেআমার খাওয়া হয়েছে
- যেমন পড়বে তেমন ফল পাবেসত্য বলে নি
- তাই বিপদে পড়েছি”;}}
12077. বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলে –
- আকাঙ্ক্ষা
- যোগ্যতা
- আসত্তি
- অর্থসংগতি
12078. কোনোভাবেই যেটি নিবারণ করা যায় না – এর এককথায় প্রকাশ কোনটি?
- অনিবার্য
- দুর্নিবার
- দুর্দমনীয়
- বোরুদ্যমান
12079. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি – এর এককথায় প্রকাশ কোনটি?
12080. যে সকল অত্যাচার সয়ে যায় – এর সংক্ষেপণ কী হবে?
- সর্বংসহা
- সর্ব সহ্যকারী
- সহনশীল
- সহ্যশীল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-5 - এসএসসি-বাংলা-2-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1208"