এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1232
12311. বিদ্বানকে সকলেই আদর করে – বাক্যটি কর্মবাচ্যে কী হবে?
- বিদ্বান সকলের দ্বারা সমর্থিত
- বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন
- বিদ্বান সকল কর্তৃক সমর্থিত
- বিদ্বানকে সকলেই ভালোবাসে
12312. এবার একটি গান করা হোক – এ বাক্যের কর্তৃবাচ্য রূপ কোনটি?
- এবার একটি গান কর
- একটি গান কর
- তুমি একটি গান কর
- এবার একটি গান দাও
12313. দস্যুদল গৃহটি লুন্ঠন করেছে – এটি –
- কর্মবাচ্য
- কর্তৃবাচ্য
- ভাববাচ্য
- কর্মকর্তৃবাচ্য
12314. রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছিল – এটি কোন বাচ্যের বাক্য?
- ভাববাচ্য
- কর্মবাচ্য
- কর্তৃবাচ্য
- কর্ম-কর্তৃবাচ্য
12315. সে যেন আসে – এটি কোন বাচ্যের উদাহরণ?
- কর্তৃবাচ্য
- কর্মবাচ্য
- ভাববাচ্য
- কর্মকর্তৃবাচ্য
12316. কর্মকর্তৃবাচ্যের উদাহরণ কোনটি?
- ঝড় বয় ভয় হয়
- সকালে সূর্য ওঠে
- বাঁশি বাজে
- গগনে গরজে মেঘ
12317. কোনটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ?
- মেলা বসেছে
- আমার যাওয়া হবে না
- তুমি কবে আসছ
- সে বই পড়ে
12318. জল পড়ে, পাতা নড়ে – বাক্যটি প্রকাশভঙ্গি অনুসারে –
- কর্তৃবাচ্য
- কর্মবাচ্য
- ভাববাচ্য
- কর্মকর্তৃবাচ্য
12319. কখনো কখনো ভাববাচ্যে কর্তা উহ্য থাকে, তখন কী দ্বারা ভাববাচ্য গঠিত হয়?
- ক্রিয়া
- মিশ্র ক্রিয়া
- কর্ম
- ক্রিয়া বিশেষণ
12320. সর্বদাই নাম পুরুষের ক্রিয়ার গঠন হয় কোন বাচ্যে?
- কর্মবাচ্যে
- কর্তৃবাচ্যে
- ভাববাচ্যে
- কর্মকর্তৃবাচ্যে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-5 - এসএসসি-বাংলা-2-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1232"