এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1228
12271. এসপার ওসপার – বাগধারটি কী অর্থ প্রকাশ করে?
- সংষর্ঘ
- তাগাদা
- মীমাংসা
- কিছু একটা
12272. নিশিত শব্দের অর্থ কী?
- গভীর রাত
- ঝরনা
- ধারাল
- শিকারি
12273. দায়িত্ব নেওয়া অর্থে রীতিসিদ্ধ প্রয়োগ কোনটি?
- ম্যাও ধরা
- পথ ধরা
- মনে ধরা
- মাথা দেওয়া
12274. তামার বিষ বাগধারাটির অর্থ কী?
- ক্ষণস্থায়ী বস্তু
- অর্থের কুপ্রভাব
- তীব্রজ্বালা
- অসম্ভব বস্তু
12275. বিদ্বানকে সকলেই আদর করে – এটি কোন বাচ্যের উদাহরণ?
- কর্মকর্তৃবাচ্যের
- ভাববাচ্যের
- কর্তৃবাচ্যের
- কর্মবাচ্যের
12276. যে বাচ্যের কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কোন বাচ্য বলে?
- কর্মকর্তৃবাচ্য
- কর্মবাচ্য
- ভাববাচ্য
- কর্তৃবাচ্য
12277. কর্মবাচ্যের বাক্যে কর্মে কোন বিভক্তির প্রয়োগ হয়?
- প্রথমা
- দ্বিতীয়া
- চতুর্থী
- পঞ্চমী
12278. কোন বাচ্যের ক্রিয়াপদ সর্বদাই নাম/প্রথম পুরুষের হয়?
- কর্তৃবাচ্যের
- কর্মবাচ্যের
- ভাববাচ্যের
- কর্মকর্তৃবাচ্যের
12279. বাঁশি বাজে ঐ মধুর লগনে – এটা কোন বাচ্যের উদাহরণ?
- কর্মকর্তৃবাচ্য
- কর্মবাচ্য
- কর্তৃবাচ্য
- ভাববাচ্য
12280. কাহারও মুহূর্ত বিলম্ব সয় না। এটি কোন বাচ্যের উদাহরণ?
- কর্মবাচ্যের
- কর্তৃবাচ্যের
- ভাববাচ্যের
- কর্মকর্তৃবাচ্যের
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-5 - এসএসসি-বাংলা-2-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1228"