এসএসসি বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন
12231. অপরিণত অর্থে কাঁচা শব্দের ব্যবহার কোনটি?
- কাঁচা রাস্তা
- কাঁচা সোনা
- কাঁচা বয়স
- কাঁচা আম
12232. সমুদ্র শব্দটির সমার্থক শব্দ কোনটি?
- অর্ণব
- পারাবার
- রত্নাকর
- স্রোতস্বতী
12233. পুনরায় আরম্ভ অর্থে কোন বাগধারাটি ব্যবহার করা যাবে?
- গণেশ উল্টানো
- কেঁচে গন্ডূষ
- কূপমন্ডুক
- গলগ্রহ
12234. মণিকাঞ্চনযোগে – এর সমার্থক বাগধারা কোনটি?
- দহরম মহরম
- কেতা দুরস্ত
- সোনায় সোহাগা
- শিরে সংক্রান্তি
12235. বাগধারা শব্দের কী অর্থ প্রকাশ করে?
- বৈশিষ্ট্যময় অর্থ
- আভিধানিকঅর্থ
- অর্থান্তরমূলক অর্থ
- উৎকর্ষমূলক অর্থ
12236. সূর্যের সমার্থক শব্দ কোনগুলো?
- আদিত্য দিবা
- তপন সুধাং
- শুভানু সবিতা মান্তর্ড
- রবি
12237. আগ্রহ বুঝাতে মাথা শব্দের ব্যবহার কোনটি?
- মাথাধরা
- মাথাব্যথা
- মাথা দেওয়া
- মাথা ঘামান
12238. এ ব্যাপারে আমার কোনো হাত নেই – এখানে হাত কী অর্থে ব্যবহৃত হয়েছে?
- নৈপুণ্য
- আয়ত্তে আনা
- দক্ষতা
- প্রভাব
12239. বিড়াল তপস্বী – কী অর্থে ব্যবহৃত হয়?
- নিরেট মূর্খ
- ঘুষখোর
- কপট ব্যক্তি
- ভন্ড সাধু
12240. কোনটি চুল শব্দের সমার্থক নয়?
- সবিতা
- অলক
- চিকুর
- কুন্তল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি বাংলা - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1224"