এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1217
12161. ছেলে তো নয় যেন ননীর পুতুল – উক্ত বাক্যটি কী অর্থ প্রকাশ করেছে?
- ব্যঙ্গ প্রকাশ
- বিরক্তি প্রকাশ
- বিকল্প প্রকাশ
- আদর প্রকাশ
12162. গদাই লস্করী চাল কথাটির অর্থ কী?
- অতি ধীরগতি
- আভিজাত্য
- আধুনিকতা
- অতি দ্রুতগতি
12163. আতিশয্যে গোপন উদ্দেশ্যে অর্জনের প্রয়াস – কোন প্রবাদের সাহায্যে বুঝানো যায়?
- অতি ভক্তি চোরের লক্ষণ
- অতি চালাকের গলায় দড়ি
- অতি দর্পে হত লঙ্কা
- অতি লোভে তাঁতি নষ্ট
12164. পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে – প্রবচনটির অর্থ কী?
- ভদ্র ব্যক্তির সঙ্গে খাদ্য খাওয়া
- মোগলের সাথে বসে খাদ্য খাওয়া
- সুদিন হঠাৎ করে ফিরে আসা
- বিপদে পড়ে কাজ করা
12165. নিখুঁত অর্থে পাকা শব্দটির ব্যবহার হয়েছে কোনটিতে?
- পাকা কথা
- পাকা কাজ
- পাকা রং
- পাকা হাড়
12166. কোনটি ভিন্নার্থক বাগধারা?
- অহিনকুল সম্বন্ধ
- আদায়-কাঁচকলায়
- সাপে-নেউলে
- চোখের বালি
12167. বসুন্ধরা শব্দটির প্রতিশব্দ/সমার্থক কোনটি?
- পর্বত
- পৃথিবী
- মাতা
- সমুদ্র
12168. গোবর গণেশ বাগধারাটির অর্থ কী?
- গোবরের মতো আবর্জনা
- প্রতরক
- চালাক
- মূর্খ
12169. সচেষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
- প্রচেষ্ট
- নিচেষ্ট
- যথেষ্ট
- নিরত
12170. অস্থায়ী বস্তু কোন বাগধারা দিয়ে প্রকাশ করা যায়?
- ব্যাঙের সর্দি
- কাঁচা পয়সা
- ছেলের হাতের মোয়া
- বালির বাঁধ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-5 - এসএসসি-বাংলা-2-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1217"