এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1201
12001. যেসব অব্যয় শব্দ কখনও কখনও স্বাধীন পদরূপে আবার কখনও শব্দ বিভক্তিরূপে ব্যবহৃত হয়, তাদেরকে কী বলে?
- নাম প্রকৃতি
- কৃৎ প্রত্যয়
- উপসর্গ
- অনুসর্গ
12002. নিমেষ তরে ইচ্ছা করে বিকট উল্লাসে – বাক্যে অনুসর্গ কোনটি?
- নিমেষ
- তরে
- ইচ্ছা
- বিকট
12003. অনুসর্গগুলো কয়ভাবে ব্যবহৃত হয়?
- একভাবে
- দুভাবে
- তিনভাবে
- চারভাবে
12004. তোমার তরে এনেছি মালা গাঁথিয়া – এখানে তরে অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে?
- মত
- হেতু
- নিমিত্ত
- নিকট
12005. অনুসর্গের আর কীনাম রয়েছে?
- অনন্বয়ী অব্যয়
- কর্মপ্রবচনীয় অব্যয়
- পদাশ্রিত অব্যয়
- বিভক্তি
12006. শরতের পরে আসে বসন্ত – বাক্যটিতে পরে অনুসর্গটি যে অর্থ প্রকাশ করছে –
- বিরতি
- অবধি
- স্বল্প বিরতি
- দীর্ঘ বিরতি
12007. এদেশের মাঝে একদিন সব ছিল – এ বাক্যে মাঝে অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
- একদেশিক/ঐকদেশিক
- মধ্যে অর্থে
- ব্যাপ্তি অর্থে
- নিমিত্ত অর্থে
12008. আসামির পক্ষে উকিল কে? – এখানে পক্ষে কী অর্থ প্রকাশ করছে?
- সঙ্গ
- সক্ষমতা
- সহায়
- মত
12009. সন্ধ্যা অবধি অপেক্ষা করব – অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
- সাথে
- নিমিত্ত
- পর্যন্ত
- নিকট
12010. অনুসর্গ সাধারণত কোথায় বসে?
- শব্দের পূর্বে
- শব্দের মধ্যে
- শব্দের পরে
- বাক্যের শেষে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-4 - এসএসসি-বাংলা-2-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1201"