এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1157
11561. “চিক চিক করে বালি কোথা নাহি কাদা” – এ বাক্যের দ্বিরুক্ত শব্দ ‘চিক চিক’ কোন ধরনের পদ?
- ক্রিয়া বিশেষণ
- বিশেষণ
- ভাব বিশেষণ
- বিশেষ্য
11562. “ছি ছি, তুমি এত নীচ” – এ বাক্যের ‘ছি ছি’ অনন্বয়ী অব্যয় দ্বারা অর্থ প্রকাশ পেয়েছে –
- উচ্ছ্বাস
- বিরক্তি
- ঘৃণা
- যন্ত্রণা
11563. “ছেলে তো নয় যেন ননীর পুতুল” – উক্ত বাক্যটিতে কী অর্থ প্রকাশ পেয়েছে?
- ব্যঙ্গ প্রকাশ
- বিরক্তি প্রকাশ
- বিকল্প প্রকাশ
- আদর প্রকাশ
11564. “তোমাকে নিয়ে কী মুশকিলেই না পড়লাম।” – এ বাক্যটিতে কী অর্থ প্রকাশ পেয়েছে?
- বিড়ম্বনা
- বিরক্তি
- ক্ষোভ
- ঘৃণা
11565. “দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে” – এই বাক্যের অব্যয়টির নাম কী?
- অনুসর্গ অব্যয়
- অনুকার অব্যয়
- অনন্বয়ী অব্যয়
- সমুচ্চয়ী অব্যয়
11566. “মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।” – বাক্যের অব্যয়টি কোন শ্রেণিভুক্ত?
- সমুচ্চয়ী অব্যয়
- অনন্বয়ী অব্যয়
- অনুকার অব্যয়
- অনুসর্গ অব্যয়
11567. “সেদিন কি আর আসবে?” – ‘আর’ কোন অর্থ প্রকাশ করছে?
- পুনরাবৃত্তি
- নির্দেশ
- নিরাশা
- বাক্যালঙ্কার
11568. “সেদিন কি আর আসবে” – ‘আর’ কোন অর্থ প্রকাশ করেছে?
- পুনরাবৃত্তি
- নির্দেশ
- নিরাশা
- বাক্যালঙ্কার
11569. অংশবাচক বিশেষণের উদাহরণ হলো –
- সত্তর পৃষ্ঠা
- পাঁচ শতাংশ ভূমি
- শ টাকা
- সিকি পথ
11570. অনুপস্থিত বা পরোক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তিকে কোন পুরুষ বলা হয়?
- উত্তম পুরুষ
- মধ্যম পুরুষ
- নাম পুরুষ
- পরোক্ষ পুরুষ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-4 - এসএসসি-বাংলা-2-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1157"