এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1175
11741. ক্রিয়াপদের ভবিষ্যৎ কালের রূপ কয়টি?
- ৩টি
- ৪টি
- ৫টি
- ৬টি
11742. তিনি গতকাল হাটে যান নি – বাক্যটিতে কোন কালের বিশিষ্ট প্রয়োগ হয়েছে?
- সাধারণ বর্তমান
- সাধারণ অতীত
- পুরাঘটিত অতীত
- নিত্য বর্তমান
11743. দুটি অতীত কালের ক্রিয়ার বর্ণনায় সংগতি রক্ষার জন্য শেষেরটিতে কোন কাল ব্যবহৃত হয়?
- সাধারণ অতীত কাল
- পুরাঘটিত অতীত কাল
- ঘটমান বর্তমান কাল
- পুরাঘটিত বর্তমান কাল
11744. যেটি ধাতুর পুরাঘটিত অতীত কালের প্রথম পুরুষের রূপ কোনটি?
- গিয়াছিল
- গিয়েছিল
- গেল
- যেত
11745. এ বছর আমি এসএসসি (ssc) বা মাধ্যমিকি পরীক্ষায় অবতীর্ণ হয়েছি – এ বাক্যের ক্রিয়াপদটি কোন কালের?
- ঘটমান বর্তমান
- পুরাঘটিত বর্তমান
- ঘটমান অতীত
- সাধারণ অতীত
11746. সন্ধ্যায় সূর্য অস্ত গেল – উদাহরণটি কোন বর্তমান কালের?
- সাধারণ
- ঘটমান
- নিত্যবৃত্ত
- পুরাঘটিত
11747. অতীতের স্থলে কখন সাধারণ বর্তমান কাল ব্যবহার করা হয়?
- বর্ণনীয় বিষয় প্রত্যক্ষীভূত করতে
- অনিশ্চয়তা প্রকাশে
- স্থায়ী সত্য প্রকাশে
- কাব্যের ভণিতায়
11748. ক্রিয়া বর্তমানে, অতীতে বা ভবিষ্যতে সম্পন্ন হওয়ার সময় নির্দেশকে কী বলে?
- ক্রিয়ার ভাব
- ক্রিয়ার কাল
- ক্রিয়ার অনুজ্ঞা
- ক্রিয়ার কর্ম
11749. অনুপস্থিত ব্যক্তিকে কী বলে?
- উত্তম পুরুষ
- মধ্যম পুরুষ
- নাম পুরুষ
- কোনোটাই নয়
11750. মধ্যম পুরুষের সম্ভ্রমাত্মক রূপের সর্বনাম কোনটি?
- তারা
- তাকে
- আপনি
- মম
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-4 - এসএসসি-বাংলা-2-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1175"