এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1169
11681. কাজটি শেষ করে দিলাম – এ বাক্যের ক্রিয়া কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- সামর্থ্য
- পূর্ণতা
- নিরন্তরতা
- ক্রমশ
11682. তিনি ফুটবল খেলায় নাম করেছেন – বাক্যে ক্রিয়া পদটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া
- যশস্বী হওয়া
- সুযোগ পাওয়া
- চেষ্টা করা
11683. আমার আর থাকা হয়ে উঠলো না – বাক্যটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
- সামান্য অর্থে
- অবিরাম অর্থে
- সম্ভাবনা অর্থে
- অভ্যাস অর্থে
11684. কোনটি প্রযোজক ক্রিয়ার উদাহরণ?
- কঞ্চিটি বাঁকিয়ে ধর
- সাইরেন বেজে উঠল
- খোকাকে কাঁদিও না
- আকাশে চাঁদ দেখি নি
11685. কোন ক্রিয়া একজনের চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়?
- সকর্মক ক্রিয়া
- অকর্মক ক্রিয়া
- প্রযোজক ক্রিয়া
- যৌগিক ক্রিয়া
11686. বৃষ্টি আসে আসুক – বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করে?
- সাপেক্ষ ভাব
- নির্দেশক ভাব
- আকাঙ্ক্ষা প্রকাশক ভাব
- অনুজ্ঞা ভাব
11687. দেখা, শোনা কোন পদ?
- ক্রিয়া
- বিশেষ্য
- বিশেষণ
- অব্যয়
11688. কোনটি মিশ্র ক্রিয়া?
- এখন যেতে পার
- অজগরটি ফোঁসাচ্ছে
- এখন গোল্লায় যাও
- সাইরেন বেজে উঠল
11689. ক্রিয়া সংঘটনের ধরন বা রীতিকে কী বলে?
- ক্রিয়ার ভাব
- ক্রিয়ার কাল
- ক্রিয়ার বাচ্য
- ক্রিয়ার অনুজ্ঞা
11690. ক্রিয়ার যে অবস্থার দ্বারা তা ঘটারধরন বা রীতি প্রকাশ পায়, তাকে কী বলে?
- কাল
- ভাব
- গঠন
- কারক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-4 - এসএসসি-বাংলা-2-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1169"