এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1166
11651. নিচের কোন বাক্যে যৌগিক ক্রিয়া সমাপ্তি অর্থে ব্যবহৃত হয়েছে?
- কাদের সাহেব দিনাজপুর যেতে পারেন
- মিতা গেয়ে যাচ্ছে
- বৃষ্টি থেমে গেল
- চা জুড়িয়ে যাচ্ছে
11652. কোনটিতে প্রযোজক ক্রিয়া আছে?
- তিনি ছেলেকে পড়াচ্ছেন
- তোমাকে অনেকবার বলেছি
- একি কথা শুনি
- তুমি কোন কাননের ফুল
11653. তিনি ফিরে এলে সবকিছুর মীমাংসা হবে বাক্যে ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে?
- সম্ভাবনা অর্থে
- অনুমোদন অর্থে
- নিরন্তরতা অর্থে
- উদ্দেশ্য বুঝাতে
11654. কাল বা পুরুষবাচক ক্রিয়া বিভক্তির সাথে কী যোগ করলে ক্রিয়াপদ গঠিত হয়?
- ধাতু
- প্রকৃতি
- প্রত্যয়
- সন্ধি
11655. ক্রিয়ার নির্দেশক ভাবের উদাহরণ কোনটি?
- মিথ্যে বলবে না
- আল্লাহ তোমার মঙ্গল কর
- তুমি কি বাড়ি যাবে?
- পড়লে ভালো ফলাফল করতে পারবে
11656. কখনো বাক্যে ক্রিয়াপদ উহ্য বা অনুক্ত থাকতে পারে। কোনটি এর উদাহরণ?
- কবির বই পড়ছে
- ছেলেটা কথা শোনে
- ইনি আমার ভাই
- তোমার মা কেমন আছেন
11657. কোন বাক্যটি অনুজ্ঞা ভাব প্রকাশ করছে?
- আমি বাড়ি যাই
- মানুষের মতো মানুষ হও
- পরিশ্রম করলে সফল হবে
- তার মঙ্গল হোক
11658. মূলকর্তার করণীয় কর্তা যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে কী বলে?
- মুখ্য কর্তা
- প্রযোজক কর্তা
- প্রযোজ্য কর্তা
- কর্মবাচ্যের কর্তা
11659. কোনটি মিশ্র ক্রিয়ার উদাহরণ?
- তাজমহল দর্শন করলাম
- বাঁশি বাজে
- জনবল বসিয়ে রেখ না
- কাজটি ভালো দেখায় না
11660. আমরা বই পড়ি – এখানে পড়ি ক্রিয়া কোন ভাবের উদাহরণ?
- সাধারণ নির্দেশক ভাব
- সাপেক্ষ ভাব
- উপদেশাত্মক ভাব
- প্রশ্ন জিজ্ঞাসা ভাব
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-4 - এসএসসি-বাংলা-2-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1166"