এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1092
10911. পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কী বলা হয়?
- বচন
- লিঙ্গ
- পুরুষ
- বাচ্য
10912. কোনটি আ-প্রত্যয় যোগে সাধিত স্ত্রীবাচক শব্দ?
- আধুনিকা
- গায়িকা
- নায়িকা
- বালিকা
10913. কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন?
- গায়ক
- বিদ্বান
- কোকিল
- সতীন
10914. বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে – এ বাক্যের দ্বিরুক্তি শব্দ কোন পদ হিসেবে ব্যবহৃত হয়েছে?
- বিশেষ্য
- বিশেষণ
- ক্রিয়া
- ক্রিয়া বিশেষণ
10915. কোনটি বিপরীতার্থক দ্বিরুক্ত শব্দ?
- ভালভাল
- দেনা-পাওনা
- মনে মনে
- মিটির মিটির
10916. ‘আমি আজ জ্বর জ্বর বোধ করছি’ – এখানে দ্বিরুক্তি শব্দ দ্বারা কী অর্থ বুঝানো হয়েছে?
- সামান্য
- আধিক্য
- আতিশয্য
- ধারাবাহিকতা
10917. কোন দ্বিরুক্তিটি সঠিক অর্থ প্রকাশ করেছে?
- আবার আবার সেই কামান গর্জন – ভাবের গভীরতা
- কাদা কাদা মাঠ – পৌনঃপুনিকতা
- পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির – বিশেষণ বুঝাতে
- লোকটি হাড়ে হাড়ে বদমাশ – সতর্কতা
10918. কোন দ্বিরুক্তটি অন্তস্বরের পরিবর্তন করে গঠিত হয়েছে?
- মারামারি/সরাসরি
- মিটমাট
- ডর-ভয়
- জারিজুরি
10919. ভাবের গভীরতা বুঝাতে অব্যয় পদের দ্বিরুক্তি হয়েছে কোনটিতে?
- ছি ছি
- তুমি কী করেছে?ঝির ঝির করে বাতাস বইছে
- পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির
- বারবার কামান গর্জে উঠল
10920. ‘তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল’ – এখানে ‘হায় হায়’ অব্যয়ের দ্বিরুক্তিতে কোনটি বোঝানো হয়েছে?
- ভাবের গভীরতা
- অনুভূতি
- আধিক্য
- সামান্যতা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-3 - এসএসসি-বাংলা-2-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1092"