এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1138
11371. মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে ‘আ’ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয়, তাকে কী বলে?
- সাধিত ধাতু
- সংযোগমূলক ধাতু
- নাম ধাতু
- প্রযোজক ধাতু/ণিজন্ত ধাতু
11372. ‘ঘষ’ ধাতু দ্বারা সাধিত পদ কোনটি?
- ঘর্ষণ
- সৃষ্ট
- ঘুমান
- ঘষা
11373. মৌলিক ধাতুগুলোকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
- দুই শ্রেণিতে
- চার শ্রেণিতে
- তিন শ্রেণিতে
- পাঁচ শ্রেণিতে
11374. নিচের কোন শব্দটি সাধিত ধাতুর উদাহরণ?
- পড়্
- পড়া
- ডা
- কোন
11375. কোনটিতে কর্মবাচ্যের ধাতুর ব্যবহার রয়েছে?
- মা শিশুকে চাঁদ দেখাচ্ছে
- কাজটি ভালো দেখায় না
- আজ তোমাদের গল্প শোনাবো
- ছেলেটিকে কাঁদাচ্ছ কেন?
11376. প্রযোজক ধাতুর উদাহরণ কোনটি?
- বসিয়ে রেখো না
- কাজটি ভালো দেখায় না
- এখনও সাবধান হও
- মেয়েটি গান গাচ্ছে
11377. শিক্ষক ছাত্রটিকে বেতাচ্ছেন – কোন প্রকারের ধাতু দ্বারা গঠিত ক্রিয়াপদ যোগে বাক্যটি গঠিত হয়েছে?
- মৌলিক ধাতু
- প্রযোজক ধাতু
- নামধাতু
- কর্মবাচ্যের ধাতু
11378. কোনটি সংস্কৃত ধাতু?
- হাস্
- খাদ্
- আঁক্
- টান্
11379. পূর্ণতা অর্থে ‘দি’ ধাতুর ব্যবহার কোনটি?
- আমাকে যেতে দিও
- কাজটি শেষ করে দিও
- চলতে পথ দেখিয়েদিও
- কিছু টাকা ধারদিও
11380. “যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর” – এ বাক্যে ‘হারায়’ কোন ধাতু?
- মৌলিক
- প্রযোজক
- বিদেশি
- সংযোগমূলক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-3 - এসএসসি-বাংলা-2-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1138"