এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 : কুইজ মডেল টেস্ট অনুশীলন
11311. ‘আমি অবেলাতে দিলাম পাড়ি অথৈ সায়রে।’ বাক্যে কয়টি উপসর্গ রয়েছে?
- একটি
- দুইটি
- তিনটি
- চারটি
11312. ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ কোন শ্রেণির উপসর্গ?
- ফারসি
- উর্দু
- আরবি
- হিন্দি
11313. “সীমার মাঝে অসীম তুমি” – বাক্যে অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- ব্যাপ্তি
- ঐকদেশিক
- মধ্য
- নিকট
11314. কয়টি উপসর্গ বাংলা ও তৎসম উভয়েই পাওয়া যায়?
- তিনটি
- চারটি
- পাঁচটি
- ছয়টি
11315. শব্দ বা ধাতুর পূর্বে কোন শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দে অর্থের পরিবর্তন, সম্প্রসারণ ও সংকোচন ঘটিয়ে থাকে?
- উপসর্গ
- অব্যয়জাতীয় শব্দাংশ
- অনুসর্গ
- প্রত্যয়জাতীয় শব্দাংশ
11316. ‘রামদা’ শব্দে ‘রাম’ কোন অর্থের সহায়ক?
- উৎকৃষ্ট
- তুচ্ছ
- বড়
- বিশিষ্ট
11317. ‘রামছাগল’ – এর ‘রাম’ উপসর্গটি কোন প্রকার?
- ক্ষুদ্র
- নিকৃষ্ট
- উৎকৃষ্ট
- সম্যক
কুইজ মডেল টেস্ট অনুশীলন
11318. “নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে” – কোনটির?
- অনুসর্গের
- বিভক্তির
- উপসর্গের
- পদাশ্রিত অব্যয়ের
11319. ‘নিদাঘ’ শব্দে কী অর্থে উপসর্গ ব্যবহার হয়েছে?
- নিতান্ত অর্থে
- ন্যূন অর্থে
- নঞ অর্থে
- সামান্য অর্থে
11320. “কথাটা ছড়িয়ে পড়েছে।” যৌগিক ক্রিয়া গঠনে ‘পড়্’ ধাতুটি কোন অর্থে ব্যবহৃতহয়েছে?
- সমাপ্তি
- আকস্মিকতা
- ক্রমশ
- ব্যাপ্তি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি বাংলা-2-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1132"