এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1130
11291. ‘মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে’ – এখানে নিম্নরেখ পদে কোন শ্রেণির উপসর্গের প্রয়োগ হয়েছে?
- বাংলা
- সংস্কৃত
- হিন্দি
- বিদেশি
11292. বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
- প্রহার
- খাসকামরা
- আগ্রহ
- উপকার
11293. তৎসম উপসর্গ কয়টি?
- ১৯টি
- ২০টি
- ২১টি
- ২২টি
11294. ‘উত্তম’ অর্থে ‘সু’ উপসর্গের ব্যবহার কোনটি?
- সুনীল
- সুলভ
- সুতীক্ষ্ণ
- সুচতুর
11295. বিদেশি উপসর্গ কতটি?
- তিনটি
- বিশটি
- একুশটি
- অনির্দিষ্ট
11296. ‘অভি’ কোন ভাষার উপসর্গ?
- বাংলা
- তৎসম
- আরবি
- ফারসি
11297. শব্দের আগে বসে কোনটি?
- অনুসর্গ
- উপসর্গ
- প্রত্যয়
- বিভক্তি
11298. ‘গমন’অর্থে উপসর্গের ব্যবহার কোনটি?
- অভিযান
- অভিভূত
- অভিব্যক্তি
- অভিবাদন
11299. ‘সু’ উপসর্গযোগে গঠিত তৎসম শব্দ কোনটি?
- সুনজর
- সুদিন
- সুনাম
- সুকন্ঠ
11300. ‘খাসমহল’ শব্দের খাস কোন দেশি উপসর্গ?
- আরবি
- ফারসি
- উর্দু
- হিন্দি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-3 - এসএসসি-বাংলা-2-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1130"