এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1129
11281. নিচের কোন দুটি খাঁটি বাংলা উপসর্গ?
- অনা কদস
- ম গরকু নি
- অজ অভি
11282. “মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে” – এখানে নিম্নরেখ পদে কোন শ্রেণির উপসর্গের প্রয়োগ হয়েছে?
- বাংলা
- সংস্কৃত
- হিন্দি
- বিদেশি
11283. নিচের কোন শব্দটিতে বিদেশি উপসর্গ আছে?
- সাব-জজ
- উপাধ্যক্ষ
- সহযোগী
- উপকূল
11284. ‘খাসখবর’ শব্দটিতে কী অর্থে ‘খাস’ উপসর্গটি যুক্ত হয়েছে?
- সাধারণ
- বিশেষ
- অভাব
- স্বল্প
11285. ‘বদ্’ কোন ভাষার উপসর্গ?
- আরবি
- হিন্দি
- ফারসি
- উর্দু
11286. কোনটি তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ?
- বিফল
- আলুনি
- নিলাজ
- সুনজর
11287. কোন বাক্যটিতে অতি উপসর্গ হিসেবে ব্যবহৃত হয় নি?
- এত অত্যাচার আর সহ্য হয় না
- এটি একটি অতিপ্রাকৃত গল্প
- অতিকায় হস্তী লোপ পেয়েছে
- অতি চালাকের গলায় দড়ি
11288. ওসমান রণক্ষেত্রে বীরত্বের পরাকাষ্ঠা প্রদর্শন করেও পরাজিত হলেন – এ বাক্যে উপসর্গ রয়েছে কয়টি?
- 2
- 3
- 4
- 5
11289. গরমিল শব্দের ‘গর’ উপসর্গ কোন অর্থ প্রকাশ করেছে?
- বিশেষ
- মন্দ
- না
- অভাব
11290. ‘আনচান’ শব্দের ‘আন’ কী অর্থ প্রকাশ করছে?
- বিশিষ্ট
- বিচিত্র
- বিকল্প
- বিক্ষিপ্ত
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-3 - এসএসসি-বাংলা-2-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1129"