এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1125
11241. ‘মন মাঝি’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
- মন যে মাঝি
- মন মাঝির ন্যায়
- মনরূপ মাঝি
- মন ও মাঝি
11242. ‘ছাগদুগ্ধ’ এ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
- ছাগের দুগ্ধ
- ছাগ ও দুগ্ধ
- ছাগী হতে দুগ্ধ
- ছাগীর দুগ্ধ
11243. কোন সমাসে ‘সমাহার’ ব্যাসবাক্য থাকে?
- দ্বন্ধ
- প্রাদি
- নিত্য
- দ্বিগু
11244. কোনটিতে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়?
- দ্বিগু সমাস
- অব্যয়ীভাব সমাস
- পঞ্চ নদের সমাহার
- পঞ্চ নদীর সমাহার
11245. ‘সমাস’ শব্দের অর্থ কী?
- বিশ্লেষণ
- সংক্ষেপণ
- সংযোজন
- সংশ্লেষণ
11246. ‘মহারাজ’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
- রাজা যে মহৎ
- মহান যে রাজা
- মহতের রাজা
- মহা যে রাজা
11247. ‘অপকর্ম’ শব্দে ‘অপ’ উপসর্গটি কী অর্থ প্রকাশ করে?
- উৎকৃষ্ট
- আকৃষ্ট
- নিকৃষ্ট
- বিশিষ্ট
11248. কোনটি বাংলা উপসর্গ?
- আধ
- উৎ
- নিম
- আড়/হা
11249. তৎসম উপসর্গ কোনটি?
- গর
- অনা
- লা
- সম
11250. ‘নিন্দিত’ অর্থে কোন উপসর্গটির ব্যবহার হয়?
- কদ্
- কু
- আব
- হা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-3 - এসএসসি-বাংলা-2-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1125"