এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1113
11121. তা, পাটি প্রভৃতি কী অর্থে যুক্ত হয়?
- নিরর্থকভাবে
- অনির্দিষ্টতা জ্ঞাপনে
- নির্দিষ্টতা জ্ঞাপনে
- দ্ব্যর্থকতা জ্ঞাপনে
11122. “ওটি যেন কার তৈরি?” এ বাক্যে কী অর্থে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার হয়েছে?
- নির্দিষ্টতা
- অনির্দিষ্টতা
- বিশিষ্টতা
- সুনির্দিষ্টতা
11123. কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয়ই বোঝায়?
- কেতা
- টো
- গাছি
- গুলিন
11124. ‘আমি অভাগা এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধনখানি’ – এ বাক্যে ‘খানি’ পদাশ্রিত নির্দেশকটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
- নির্দিষ্ট অর্থে
- অনির্দিষ্ট অর্থে
- নিরর্থক
- বিশেষ অর্থে নির্দিষ্টার্থে
11125. কোনটি দ্বন্ধ সমাস?
- বেতাল
- মাতা-পিতা
- রাতকানা
- অঘাট
11126. বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয় তবে তাকে কী বলে?
- সমানাধিকরণ বহুব্রীহি
- ব্যধিকরণ বহুব্রীহি
- ব্যাতিহার বহুব্রীহি
- প্রত্যয়ান্ত বহুব্রীহি
11127. দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়?
- বিশেষ্য
- বিশেষণ
- সর্বনাম
- কৃদন্ত
11128. ব্যাপ্তি অর্থে কোন সমাস হয়?
- ২য়া তৎপুরুষ
- তৃতীয়া তৎপুরুষ
- ৫মী তৎপুরুষ
- ৬ষ্ঠী তৎপুরুষ
11129. ‘মাদক দ্বারা আসক্ত = মাদকাসক্ত’ – এটি কোন সমাস?
- তৎপুরুষ
- দ্বন্ধ
- অব্যয়ীবাব
- বহুব্রীহি
11130. ‘পঞ্চনদ’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
- পঞ্চ ও নদ
- পঞ্চ নামক নদ
- পঞ্চ নদের সমাহার
- পঞ্চ নদীর সমাহার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-3 - এসএসসি-বাংলা-2-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1113"