এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1109
11081. সমষ্টিবোধক শব্গুলোর বেশির ভাগই কোন ভাষা থেকে এসেছে?
- হিন্দি
- প্রাকৃত
- সংস্কৃত
- খাঁটি বাংলা
11082. ‘কুসুম’ – শব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে?
- নিচয়
- নিকর
- মালা
- রাজি
11083. ‘বচন’ ব্যাকরণের কী জাতীয় শব্দ?
- তৎসম
- পারিভাষিক
- অর্ধ-তৎসম
- বিদেশি
11084. কেবল জন্তুর বহুবচনে কোন শব্দটি বসে?
- বর্গ
- দাম
- পুঞ্জ
- যূথ
11085. কোনটি সঠিক বহুবচনবোধক শব্দের উদাহরণ?
- মনুষ্যযূথ
- পক্ষীবৃন্দ
- জলরাজি
- মাতৃকুল
11086. কোন বহুবচনবাচক প্রত্যয়টি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
- ফুল
- দাম
- গুচ্ছ
- বৃন্দ
11087. একবচন ও বহুবচন ভেদে বিভক্তিগুলোর কী ধরনের পার্থক্য দেখা যায়?
- উচ্চারণগত
- অর্থগত
- অবস্থানগত
- আকৃতিগত
11088. ‘ছেলেটা অঙ্কে কাঁচা’ – এ বাক্যে ‘টা’ —- প্রকাশক।
- সমার্থকতা
- নিরর্থকতা
- নির্দিষ্টতা
- অনির্দিষ্টতা
11089. ‘এক’ ব্যতীত অন্য কোন সংখ্যাবাচক শব্দের সাথে টা, টি যুক্ত হলে কী বোঝায়?
- নির্দিষ্টতা
- অনির্দিষ্টতা
- সুনির্দিষ্টতা
- সংখ্যা
11090. ‘নির্দেশক সর্বনাম’ – এর সঙ্গে টা, টি যুক্ত হলে তা কী হয়?
- উৎকৃষ্ট
- সুনির্দিষ্ট
- নিকৃষ্ট
- অস্পষ্ট
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-3 - এসএসসি-বাংলা-2-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1109"