এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1097
10961. ‘সমার্থক’ শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে কোনটিতে?
- ভালোমন্দ
- তোড়জোড়
- ধন-দৌলত
- আমির-ফকির
10962. ‘দোসরা’ তারিখবাচক শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
- হিন্দি
- বাংলা
- উর্দু
- ফারসি
10963. কোনটি বস্তুর ধ্বনির অনুকার?
- ঠা ঠা
- ট্যা ট্যা
- হু হু
- হি হি
10964. ‘ঝির ঝির করে বাতাস বইছে’ – এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করছে?
- ভাবের গভীরতা
- সামান্যতা
- পৌনঃপুনিকতা
- ধ্বনিব্যঞ্জনা
10965. ‘হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপণ’ – এ বাক্যে কোন দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে?
- যুগ্মরীতি
- অব্যয়ের
- ধ্বন্যাত্মক
- পদাত্মক
10966. ‘ডেকে ডেকে হয়রান হয়েছি’ – কোন পদের দ্বিরুক্তি?
- অব্যয়
- সর্বনাম
- বিশেষণ
- ক্রিয়া
10967. কোন দ্বিরুক্তিটি অব্যয়বাচক?
- উড়ু উড়ু
- কেউ কেউ
- নেই নেই
- মিটির মিটির
10968. সমার্থক শব্দযোগে দ্বিরুক্তি হয়েছে কোনটিতে?
- ভাল-মন্দ
- তোড়-জোড়
- ধন-দৌলত
- আমির-ফকির
10969. কোন বাক্যে ক্রিয়া বিশেষণের দ্বিরুক্তি হয়েছে?
- কালো কালো চেহারা
- তোমার নেই নেই ভাব গেল না
- ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে
- ফোঁড়াটা টনটন করছে
10970. নিম্নের কোনটিতে ধ্বন্যাত্মক দ্বিরুক্তির প্রকাশ পেয়েছে?
- শনশন
- শীতশীত
- পড়োপড়ো
- হাতে-নাতে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-3 - এসএসসি-বাংলা-2-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1097"