এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1093
10921. ‘ছোট ছোট ডাল কেটে ফেল’ – বাক্যে কোন অর্থে দ্বিরুক্তির ব্যবহার হয়েছে?
- আধিক্য
- সামান্যতা
- তীব্রতা
- বিশেষ্য
10922. ‘কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ’ – এখানে ধ্বন্যাত্মক দ্বিরুক্তিটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
- বিশেষ্য
- বিশেষণ
- ক্রিয়া
- ক্রিয়া বিশেষণ
10923. কোনটি বিশেষ্য পদের দ্বিরুক্তি?
- হেসে হেসে
- কাকে কাকে
- ভাইয়ে ভাইয়ে
- ভালয় ভালয়
10924. ‘মাহমুদের কবি কবি ভাব’ – এখানে ‘কবি কবি’ কেন অর্থে দ্বিরুক্ত হয়েছে?
- আধিক্য বুঝাতে
- সঠিকতা বুঝাতে
- সামান্য বুঝাতে
- তীব্রতা বুঝাতে
10925. ‘ডাল-ভাত’ কোন অর্থে দ্বিরুক্ত?
- সমার্থক
- মিলনার্থক
- বিপরীতার্থক
- ভিন্নার্থক
10926. কোন দ্বিরুক্তিটি সঠিক অর্থ প্রকাশ করে?
- ‘আবার আবার সেই কামানের গর্জন’ – ভাবের গভীরতা
- কাদা কাদা মাঠ – পৌনঃপুনিকতা
- পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির – বিশেষণ বুঝাতে
- লোকটি হাড়ে হাড়ে বদমাস – সতর্কতা
10927. কোনটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দ?
- খেলাধুলা
- রাশিরাশি
- নরম গরম
- হাপুস হুপুস
10928. নিচের কোনটি ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দ?
- ঝনঝন
- চুপচাপ
- ধীরে ধীরে
- হাতে-নাতে
10929. বিশেষণ বুঝাতে অব্যয় পদের দ্বিরুক্তি হয়েছে কোন বাক্যটিতে?
- আমি জ্বর জ্বর বোধ করছি
- ভালো ভালো আম নিয়ে এস
- দেখতে দেখতে আকাশ কালো হয়ে এল
- পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির
10930. “লোকটা হাড়ে হাড়ে বদমায়েশ” – এখানে ‘হাড়ে হাড়ে’ দ্বিরুক্ত শব্দটি কী অর্থ প্রকাশ করেছে?
- সতর্কতা
- ভাবের প্রগাঢ়তা
- কালের বিস্তার
- আধিক্য
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-3 - এসএসসি-বাংলা-2-3"