এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1056
10551. ‘ড়’ ও ‘ঢ়’ ধ্বনি দুটিকে কী ধ্বনি বলে?
- ঘোষধ্বনি
- শিস ধ্বনি
- কল্পনাজাত ধ্বনি
- তাড়নজাত ধ্বনি
10552. কোন ধ্বনির উচ্চারণে জিহ্বা সাধারণত শায়িত থাকে?
- ‘অ’ ধ্বনি
- ‘আ’ ধ্বনি
- ‘ই’ ধ্বনি
- ‘উ’ ধ্বনি
10553. নিচের কোনটি সক্রিয় বাকপ্রত্যঙ্গ নয়?
- কন্ঠ
- জিহ্বা
- দন্ত
- ওষ্ঠ
10554. পদের মধ্যে বিসর্গ থাকলে পরবর্তী ব্যঞ্জন কী হয়?
- লুপ্ত হয়
- বজায় থাকে
- দ্বিত্ব হয়
- উহ্য থাকে
10555. বাংলা ভাষায় অক্ষরযুক্ত বর্ণের সংখ্যা কয়টি?
- ১১টি
- ২৫টি
- ৪০টি
- ৫০টি
10556. অঘোষ মহাপ্রাণ তালব্যধ্বনি কোনটি?
- খ
- ঝ
- ছ
- ফ
10557. বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ কয়টি?
- ৭টি
- ৬টি
- ৫টি
- ৪টি
10558. শব্দের আদিতে না-বোধক ‘অ’ ধ্বনির উচ্চারণ কেমন হয়?
- সংবৃত
- বিবৃত
- দ্বিত্ব
- ঘোষ
10559. ‘অ’ ধ্বনির সংবৃত উচ্চারণ হয়েছে কোনটিতে?
- প্রভাত
- প্রত্যয়
- প্রণাম
- প্রতিভা
10560. শরীরের কোন অঙ্গটিকে ধ্বনি তৈরির যন্ত্র বলা হয়?
- ঠোঁট
- ফুসফুস
- দাঁত
- জিহ্বা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-2 - এসএসসি-বাংলা-2-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1056"