এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1053
10521. ‘হ’ বর্ণে দ্যোতিত ধ্বনিটি কন্ঠনালীতে উৎপন্ন হয় বলেই মূলত একে –
- শিস ধ্বনি বলে
- অঘোষ ধ্বনি বলে
- উষ্ম ঘোষধ্বনি বলে
- অঘোষ অল্পপ্রাণ ধ্বনি বলে
10522. ধ্বনি-নির্দেশক চিহ্নকে কী বলে?
- অক্ষর
- বর্ণ
- বর্ণমালা
- চিহ্ন
10523. জিহ্বামূলীয় বর্ণ কোনটি?
- চ
- ত
- প
- ঙ
10524. বাংলা ব্যাঞ্জনবর্ণে অর্ধমাত্রার বর্ণ কয়টি?
- ৭টি
- ৮টি
- ১০টি
- ৩২টি
10525. খাঁটি বাংলা শব্দে এ ধ্বনির উচ্চারণ কেমন হয়?
- বিবৃত
- সংবৃত
- হ্রস্ব
- দীর্ঘ
10526. পূর্বস্বরের সঙ্গে মিল রেখে স্বরসংগতির কারণে বিবৃত ‘অ’ – এর উদাহরণ কী?
- কলম যত
- অধীর অতুল
- অমর অনেক
- অমানিশা অনাচার
10527. কোন মৌলিক স্বরধ্বনিটির কোন লিখিত রূপ নেই?
- আ
- অ
- ই
- এ্যা
10528. ‘আত্মীয়’ শব্দের যুক্ত ব্যঞ্জনটিতে কোন দুটি বর্ণ সংযুক্ত আছে?
- ত্ + ন্
- ত্ + ণ
- ত্ + ম
- ত্ + ত
10529. বাংলা বর্ণমালায় ব্যাঞ্জনবর্ণের সংখ্যা কতটি?
- ১৩টি
- ১১টি
- ৪৯টি
- ৩৯টি
10530. কোনগুলো স্পর্শধ্বনি?
- ‘অ’ থেকে ‘ঢ’ পর্যন্ত
- ‘চ’ থেকে ‘শ’ পর্যন্ত
- ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত
- ‘ট’ থেকে ‘য়’ পর্যন্ত
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-2 - এসএসসি-বাংলা-2-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1053"