এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1083
HSC-বাংলা-2- মডেল টেস্ট | 10821. স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কী সন্ধি বলে?
- নিপাতনে সিদ্ধ সন্ধি
- স্বরসন্ধি
- বিসর্গ সন্ধি
- ব্যঞ্জনসন্ধি
10822. উপরি + উপরি সন্ধি সাধিত শব্দ কোনটি?
- উপর্যুপরি
- উপর্যপরি
- উপরিউপার
- পুনরপি
10823. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
- পবন
- গবাক্ষ
- পরিচ্ছদ
- সজ্জন
10824. আ + ও = ঔ – এই নিয়মে সাধিত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
- মহৌষধি
- মহৌষধ
- বনৌষধি
- পরমৌষধ
10825. অহর্নিশ – সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
- অহ + নিশ
- অহো + নিশা
- অহঃ + নিশা
- অহর + নিশ
10826. সন্ধির বিসর্গ লোপ হয় কোন সন্ধিটিতে?
- প্রাতঃ + কাল
- শিরঃ + ছেদ
- শিরঃ + পীড়া
- মনঃ + কষ্ট
10827. গোষ্পদ – এর সন্ধিবিচ্ছেদ কী হবে?
- গোর + পদ
- গো + পদ
- গৌ + পদ
- গৌর + পদ
10828. মূর্ধ্য শিষ ধ্বনি ‘ষ’ এর পর অঘোষ মহাপ্রাণ ‘থ’ ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়?
- ল্ম
- ষ্ঠ
- ষ্ট
- ঞ
10829. ঔ + উ = আব্ + উ – এ সূত্র প্রয়োগে সন্ধি হয়েছে কোনটির?
- পাবক
- নাবিক
- ভাবুক
- গায়ক
10830. ‘তন্বী’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
- তনু + ঈ
- তনু + ই
- তন্বী + ঈ
- তনী + ব
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "HSC-বাংলা-2- মডেল টেস্ট - 1083"