এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1072
10711. কোন শব্দে ‘ষ’ – এর ব্যবহার হয়?
- বিদেশি
- তদ্ভব
- দেশি
- তৎসম
10712. তৎসম শব্দের বানানে ‘ণ’ এর সঠিক ব্যবহার এর নিয়মই –
- ষত্ব-বিধান
- ণত্ব-বিধান
- উপসর্গ
- প্রত্যয়
10713. ণত্ব বিধানের (নিয়মের) বাইরে ‘ণ’ – এর ব্যবহার হয়েছে কোন শব্দগুলোতে?
- ঘন্টা লুন্ঠন ভান্ড
- তৃণ বর্ণ ঝর্ণা
- কৃপণ
10714. সমাসবদ্ধ শব্দে দু পদের অর্থের প্রাধান্য থাকলে ণত্ব বিধান খাটে না – এরূপ ক্ষেত্রে ‘ন’ হয় – এর উদাহরণ কোনটি?
- অনুষঙ্গ
- যতন
- রতন
- ত্রিনয়ন/সর্বনাম
10715. স্বভাবতই মূর্ধন্য ‘ণ’ নয় কোনটি?
- রুক্সিণী
- বেণী
- পণ
- ফণী
10716. কতকগুলো শব্দে স্বভাবতই ‘ষ’ হয়, এর উদাহরণ কোনটি?
- ভাষা কর্ষণভাষ্য কর্ষণ
- কর্ষণ পোষণ
- ভাষা ভাষ্য
10717. কোন জাতীয় শব্দের বানানে মূর্ধন্য ব্যবহৃত হয়?
- তৎসম
- অর্ধ-তৎসম
- তদ্ভব
- সব ধরনের শব্দ
10718. কোন জাতীয় শব্দে ‘ন’ – এর ব্যবহার হয় না?
- তদ্ভব শব্দে
- তৎসম শব্দে
- অর্ধ-তৎসম শব্দে
- খাঁটি বাংলা ও বিদেশি শব্দে
10719. ‘ই’ কারান্ত ও ‘উ’ কারান্ত উপসর্গের পর কতকগুলো ধাতুতে কী হয়?
- ‘স’ হয়
- ‘উ’ হয়
- ‘ষ’ হয়
- ‘ই’ হয়
10720. ‘ত’ বর্গীয় বর্ণের আগে কখনও – হয় না।
- ন
- ণ
- স
- শ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-2 - এসএসসি-বাংলা-2-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1072"