এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1071
10701. কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য ‘ষ’ হয় –
- প্রতিষেধক
- ঋষি
- আষাঢ়
- কষ্ট
10702. ‘ঋ-কার’ ও ‘র’ – এর পর ব্যবহার হয় –
- ‘স’
- ‘শ’
- ‘ষ’
- ‘ড়’
10703. ণত্ব বিধান ও ষত্ব বিধানের নিয়মানুসারে নিচের কোন বানানটি সঠিক?
- ভাষণ
- ভাষন
- পুরষ্কার
- আবিস্কার
10704. খাঁটি বাংলা ভাষায় সাধারণত কোন ধ্বনির ব্যবহার নেই?
- দন্ত্য ন ধ্বনি
- তালব্য শ ধ্বনি
- স্বরধ্বনি
- মূর্ধন্য ষ ধ্বনি
10705. কোন শব্দের বানানে স্বভাবতই ‘ষ’ হয়?
- তৃষ্ণা
- দ্বেষ
- দৃষ্টি
- ভূষণ
10706. চাণক্য মাণিক্য গণ – গণনা পিণাক পণ্য বাণ – কবিতায় মোট কয়টি শব্দ?
- 42
- 40
- 50
- 45
10707. কতকগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য ‘ষ’ হয়। এর বাইরে কোনটি?
- সুষমা
- আষাঢ়
- দ্বেষ
- ভাষণ
10708. তৎসম শব্দের বানানে ‘ণ’ – এর সঠিক ব্যবহারের নিয়মই –
- ষত্ব বিধান
- ণত্ব বিধান
- উপসর্গ
- প্রত্যয়
10709. ষত্ব বিধান অনুযায়ী কোন বানানটি ভুল?
- অনুসঙ্গী
- সুষম
- অভিশাপ
- বিষম/কৃষ্টি
10710. নিচের কোন শব্দে স্বভাবতই ‘ন’ – এর ব্যবহার হয়েছে?
- তৃণ
- বর্ণ
- রামায়ণ
- কল্যাণ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-2 - এসএসসি-বাংলা-2-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1071"