এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1066
10651. কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, এরূপ স্বরকে বলা হয় –
- অপিনিহিতি
- অসমীকরণ
- স্বরসঙ্গতি
- অন্ত্যস্বরাগম
10652. একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্যে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কী বলে?
- পরাগত
- সম্প্রকর্ষ
- স্বরসংগতি
- অন্ত্যস্বরাগম
10653. উৎ + মুখ > উন্মুখ কিসের উদাহরণ?
- প্রগত
- মধ্যগত
- অন্যোন্য
- পরাগত
10654. কোন শব্দটি অন্যোন্য স্বরসংগতির উদাহরণ?
- বিলিতি
- মুড়ো
- শিকে
- মুজো
10655. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
- সমীভবন
- ব্যঞ্জন বিকৃতি
- ব্যঞ্জনদ্বিত্বতা
- বিষমীভবন
10656. পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটে – এমন উদাহরণ নিচের কোনটি?
- আশা > আশ
- জানালা > জানলা
- বিলাতি > বিলিতি
- চক্র > চকক
10657. ‘লগ্ন > লগগ’ কোন সমীভবন?
- প্রগত
- পরাগত
- মধ্যগত
- অন্যান্য
10658. ধ্বনি বিপর্যয় – এর উদাহরণ কোনটি?
- মুড়া > মুড়ো
- বাকস > বাসক
- মোজা > মুজো
- দেশি > দিশি
10659. ক্লেশ > কিলেশ, প্রীতি > পিরীতি, গ্লাস > গেলাস – এগুলো কিসের উদাহরণ?
- অপিনিহিতি
- স্বরসংগতি
- স্বরাগম
- সমীভবন
10660. ‘পুরোহিত > পুরুত’ কিসের উদাহরণ?
- ব্যঞ্জনচ্যুতি
- হ-কার লোপ
- অন্তর্হতি
- ব্যঞ্জন বিকৃতি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-2 - এসএসসি-বাংলা-2-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1066"