এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-1 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1037
10361. ভাষা কিসের দ্বারা সৃষ্ট হয়?
- মনের সাহায্যে
- অঙ্গ-প্রত্যঙ্গের সাহায্যে
- ঠোঁটের সাহায্যে
- বাগযন্ত্রের সাহায্যে
10362. বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?
- মধুমালতী
- সিকান্দারনামা
- শ্রীকৃষ্ণকীর্তন
- বৈষ্ণব পদাবলি
10363. বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তন করেন কে?
- প্যারীচাঁদ মিত্র
- গিরীশচন্দ্র সেন
- প্রমথ চৌধুরী
- রবীন্দ্রনাথ ঠাকুর
10364. পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি?
- আনারস
- আলমারি
- গুদাম
- চাহিদা
10365. আরবি ভাষার শব্দ নিচের কোনটি?
- দরবার
- দৌলত
- দোয়াত
- দফতর
10366. উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়?
- তিনটি
- চারটি
- পাঁচটি
- ছয়টি
10367. ‘চানাচুর’ কোন দেশি শব্দ?
- চীনা
- হিন্দি
- আরবি
- ফারসি
10368. কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়?
- পালি
- হিন্দি
- উড়িয়া
- বঙ্গকামরূপী
10369. গুজরাটি শব্দের উদাহরণ কোনটি?
- হরতাল
- লুঙ্গি
- রিক্সা
- চাকু
10370. ‘কুপন’ কোন ভাষা থেকে গৃহীত শব্দ?
- ইংরেজী
- ফরাসি
- ফারসি
- ওলন্দাজ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-1 - এসএসসি-বাংলা-2-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1037"