এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-1 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1046
10451. বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলা ভাষায় রক্ষিত হয়েছে, এসব শব্দকে কী বলে?
- দেশি শব্দ
- সংকর শব্দ
- মুন্ডারি শব্দ
- পারিভাষিক শব্দ
10452. কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে?
- দেশ ও কালভেদেদেশ
- কাল ও ব্যক্তিভেদেকাল
- পরিবেশ ও ব্যক্তিভেদেদেশ
- কাল ও পরিবেশভেদে”;}}
10453. ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম
- চতুর্থ
- পঞ্চম
- ষষ্ঠ
- সপ্তম
10454. সাধুভাষার বৈশিষ্ট্য কোনটি?
- গুরুগম্ভীর
- গুরুচন্ডালী
- অবোধ্য
- দুর্বোধ্য
10455. ভাষা কী?
- উচ্চারণের প্রতীক
- কন্ঠের উচ্চারণ
- ভাব প্রকাশের মাধ্যম
- ধ্বনির সমষ্টি
10456. ‘বাকি’ কোন ভাষার শব্দ?
- ফারসি
- ফরাসি
- আরবি
- পর্তুগিজ
10457. কোনটি পর্তুগিজ শব্দ?
- বালতি
- দারোগা
- চাহিদা
- নালিশ
10458. ‘বেহেস্ত’ কোন ভাষার শব্দ?
- বিদেশি
- আরবি
- ফারসি
- পর্তুগিজ
10459. ‘আমদানি’ কোন ভাষার শব্দ?
- আরবি
- ফারসি
- পর্তুগিজ
- ফরাসি
10460. ভাষার চলিত রীতি অনুসৃতি কষ্টসাধ্য কেন?
- এ রীতি কৃত্রিমতাবর্জিত বলে
- এ রীতির লিখিত কোনো ব্যাকরণ নেই বলে
- এ রীতিতে তদ্ভব শব্দের প্রাধান্য থাকে বলে
- এ রীতি পরিবর্তনশীল বলে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-1 - এসএসসি-বাংলা-2-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1046"