এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1159
11581. কোনটি সংযোগজ্ঞাপক সর্বনামের উদাহরণ?
- তুই-তোবা
- যারা-তারা
- কে-কী
- আপনা-আপনি
11582. কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির ন্যায় কাজ করে?
- বাক্যালঙ্কার অব্যয়
- অনন্বয়ী অব্যয়
- অনুকার অব্যয়
- অনুসর্গ অব্যয়
11583. কোন কোন পদের পুরুষ আছে?
- বিশেষ্য সর্বনাম ও অব্যয়
- বিশেষ্য বিশেষণ ও অব্যয়
- বিশেষ্য বিশেষণ ও ক্রিয়া
- বিশেষ্য সর্বনাম ও ক্রিয়া
11584. কোন কোন পদের পুরুষ নেই?
- বিশেষ্য ও অব্যয়
- ক্রিয়া ও অব্যয়
- ক্রিয়া ও বিশেষণ
- বিশেষণ ও অব্যয়
11585. কোন পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে?
- নাম বিশেষণ
- ভাব বিশেষণ
- সমাসসিদ্ধ বিশেষণ
- উপসর্গযুক্ত বিশেষণ
11586. কোন শব্দটি আই প্রত্যয়যোগে গঠিত বিশেষণ পদ?
- বড়াই
- চড়াই
- মিঠাই
- চোরাই
11587. কোনগুলো বিদেশি অব্যয় পদের উদাহরণ?
- অতএব সুতরাং
- পুনশ্চ নিমিত্ত
- আলবত মারহাবা
- হঠাৎ দৈবাৎ
11588. কোনটি ক্রিয়া বিশেষণের উদাহরণ?
- চলন্ত গাড়ি
- করুণাময় তুমি
- দ্রুত চল
- নীল আকাশ
11589. কোনটি গুণবাচক বিশেষ্য?
- সৌন্দর্য
- দর্শন
- লবণ
- ভোজন
11590. কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ?
- অতি ভক্তি চোরের লক্ষণ
- যত গর্জে তত বর্ষে না
- ওদিকে আর যাব না
- এত চেষ্টাতেও হলো না
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি বাংলা - কুইজ মডেল টেস্ট অনুশীলন"