এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1110
এসএসসি বাংলা | 11091. নিরর্থকভাবে পদাশ্রিত নির্দেশক টা, টি – এর ব্যবহার কোনটি?
- তিনটি টাকা দাও
- এটা নয় ওটা আন
- এটাই ছিল প্রিয় বই
- সারাটি বিকাল বসে আছি
11092. পদের পূর্বে এক, এক যে, গোটা ইত্যাদি বসে কোন অর্থ প্রকাশ করে?
- সংকীর্ণতা
- সীমাবদ্ধতা
- অনির্দিষ্টতা
- অবরুদ্ধতা
11093. ‘ছুঁয়োনা ছুঁয়োনা ওটি লজ্জাবতী লতা’ – এই বাক্যে কোন শব্দটি পদাশ্রিত নির্দেশক?
- ছুয়োনা
- ওটি
- লজ্জাবতী
- লতা
11094. পদাশ্রিত নির্দেশকেরও বিভিন্নতা প্রযুক্ত হয়?
- বচনভেদে
- লিঙ্গভেদে
- অর্থভেদে
- কারকভেদে
11095. পদাশ্রিত নির্দেশক সর্বনামের পর টা, টি যুক্ত হলে তা কী হয়?
- সুনির্দিষ্ট হয়
- অনির্দিষ্ট হয়
- নিরর্থক হয়
- সুনির্দিষ্ট ও অনির্দিষ্ট দুই-ই হতে পারে
11096. ‘খানি’ পদাশ্রিত নির্দেশকটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
- নির্দিষ্ট অর্থে
- অনির্দিষ্ট অর্থে
- নিরর্থক
- নির্দেশক অর্থে
11097. অনির্দিষ্টতা প্রকাশ করছে কোন বাক্যটিতে?
- গোটা দুই কমলা আছে
- দু’খানা কম্বল দরকার
- সবটুকু ওষুধই খেয়ে ফেল
- সেইটিই ছিল আমার প্রিয় কলম
11098. ‘সারাটি সকাল তোমার আশায় বসে আছি’ – এ বাক্যে ‘সারা’ শব্দের সাথে ‘টি’ যুক্ত হয়ে কোনটি প্রকাশ করেছে?
- অর্থপূর্ণভাবে
- দ্ব্যর্থহীনভাবে
- সার্থকভাবে
- নিরর্থকভাবে
11099. গোটা সাতেক আম এনো। বাক্যটিতে ‘গোটা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
- নির্দিষ্ট অর্থে
- অনির্দিষ্ট অর্থে
- স্বল্পার্থে
- অধিক অর্থে
11100. ‘টো’ পদাশ্রিত নির্দেশকটি কেবল কোন সংখ্যাবাচক শব্দের সাথে ব্যবহৃত হয়?
- পাঁচ
- তিন
- দুই
- চার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি বাংলা কুইজ মডেল টেস্ট - 1110"