এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-9-বৃষ্টি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1030
10291. অনাগত শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে?
- সমাস যোগে
- সন্ধি যোগে
- উপসর্গ যোগে
- প্রত্যয় যোগে
10292. বৃষ্টি হলো বর্ষার –
- সাথি
- সারথি
- প্রাণ
- ঘ্রাণ
10293. ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া। করে নবঘন বরিষনে গোপনে গোপনে এলি কেয়া।পঙক্তিটিতে তোমার পঠিত কোন কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ?
- পল্লিজননী
- বৃষ্টি
- প্রাণ
- সেইদিন এই মাঠ
10294. সাদৃশ্যের কারণ –
- বর্ষার প্রকৃতির প্রাণস্পন্দনকে প্রকাশ করছে বলে
- বর্ষার প্রতি আকাংখাকে প্রকাশ করছে বলে
- বর্ষার পল্লীর সৌন্দর্যে প্রকাশ করছে বলে
- বর্ষার মাঠের স্নিগ্ধা কোমল রূপ করছে বলে
10295. বৃষ্টি এলো –
- আবাদি গ্রামে
- পুবের হাওয়ায়
- পদ্মা-মেঘনার দুপাশে
A,B,C
10296. বৃষ্টি কবিতাটি কতটি স্তবকে রচিত?
- 5
- 4
- 3
- 2
10297. বিদগ্ধ আকাশ, মাঠ বলতে বোঝায় –
- রৌদ্র ঝলসিত আকাশ ও মাটি
- রৌদ্রে পুষ্ট আকাশ ও মাঠ
- রৌদ্রদগ্ধ আকাশ ও মাঠ
A,C
10298. বৃষ্টির সময় আকাশের সর্বত্র কী দেখা যায়?
- সংবেদনশীলতা
- প্রাণোচ্ছলতা
- মেঘের খেলা
- অন্ধকারাচ্ছন্ন রূপ
10299. কবি বিদ্যুৎকে কার সঙ্গে তুলনা করেছেন?
- কন্যার
- পরি
- আলোর
- বৃষ্টির
10300. “ফররুখ আহমদের পিতার নাম সৈয়দ হাতেম আলী।” – এ পঙক্তিতে ফুটে ওঠা নিচের কোনটি সমর্থনযোগ্য?
- খান বংশীয়
- ভূঁইয়া বংশীয়
- সৈয়দ বংশীয়
- শেখ বংশীয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-9-বৃষ্টি - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1030"