এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-8-পল্লিজননী – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1020
10191. “আঁধারের সাথে যুঝিয়া তাহার ফুলায়ে এসেছে তেল” এটা কী?
- উপমা
- চিরকল্প
- দৃষ্টান্ত
- অনুষঙ্গ
10192. বাঁশ বনে বসে কোন পাখি ডাকে?
- কোকিল
- কানাকুয়া
- হুতুম
- দোয়েল
10193. পচান শব্দের ক্রিয়ামূল কী?
- পচা
- পচ্চার
- পচ্
- পচাই
10194. পল্লিজননী কবিতায় জোনাকী শব্দটি কবি কবার ব্যবহার করেছেন?
- একবার
- দুবার
- তিনবার
- চারবার
10195. জসীমউদদীনকে কোন বিশ্ববিদ্যালয় ডি.লিট ডিগ্রি প্রদান করে?
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
- যাদবপুর বিশ্ববিদ্যালয়
- কলকাতা বিশ্ববিদ্যালয়
10196. রহিম চাচার ঝাড়া চাওয়ার মধ্য দিয়ে ফুটে উঠেছে খোকার –
- সুস্থতা লাভের আকুতি
- মায়ের প্রতি অনাস্থা
- জীবনের প্রতি মায়া
A,C
10197. কোঁচ ভরা বেথুল কী করছিল?
- গড়াগড়ি
- ঝোলাঝুলি
- ঝুমুর ঝুমুর বাজনা
- ঝন-ঝন-ঝন শব্দ
10198. পল্লিজননীর জীবনবাস্তবতায় জড়িয়ে আছে –
- দারিদ্র্য
- অসহায়ত্ব
- অজ্ঞতা
A,B,C
10199. পল্লিজননী কবিতায় কিসের আলোয় কাল রাত নাচে?
- চাঁদের
- দীপের
- জোনাকির
- তারার
10200. পল্লিজননী কবিতায় মা বালাই বলেছেন –
- মনের ভয় তাড়াতে
- হুতোম পেঁচা তাড়াতে
- অমঙ্গল চিন্তা দূর করতে
- ছেলেকে ঘুম পাড়াতে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-8-পল্লিজননী - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1020"