এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-7-সেইদিন-এই-মাঠ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1016
10151. একদিকে যেমন ক্ষয়িষ্ণু অন্যদিকে চলে তার বিনির্মাণ – কীসের?
- ইতিহাসের
- মানুষের
- প্রকৃতির
- সভ্যতার
10152. কবি ঢেউকে নরম গন্ধের বলেছেন কেন?
- ভিজে রয়েছে বলে
- চির ঐশ্বর্যময় বলে
- স্নিগ্ধ মধুর বলে
- শীতের বাতাস বলে
10153. কবির মতে কোনটির মৃত্যু নেই?
- সভ্যতার
- জীবনের
- সৌন্দর্যের
- মানুষের
10154. এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে বলতে কী বোঝানো হয়েছে?
- মানুষের গড়া পৃথিবীর অনেক সভ্যতা বিলীন হয়ে গেছে
- এশিরিয়া আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল
- পুড়ে যাওয়া বেবিলনের ছাই পড়ে আছে
- এশিরিয়া ধুলো বেবিলনে পড়ে ছাই হলো
10155. বিষয়বস্তু বিচারে সেইদিন এই মাঠ কবিতাটি –
- দার্শনিকতামূলক
- প্রকৃতি বিষয়ক
- দেশপ্রেমমূলক
- মৃত্যুভাবনা বিষয়ক
10156. মরণশীল ব্যক্তি মানুষের মৃত্যুর সাথে সাথে প্রকৃতির যে দিকটি পরিবর্তন হয় না –
- প্রাণময় সৌন্দর্য
- চিরকালীন ব্যস্ততা
- নিত্যকার বিনির্মাণ
A,B,C
10157. সেইদিন এই মাঠ কবিতায় বর্ণিত অনেক সভ্যতা –
- গড়ে উঠেছে
- বিলীন হয়ে গেছে
- বিবর্তিত হচ্ছে
- ধ্বংস হচ্ছে
10158. জীবনানন্দের দৃষ্টিতে বাংলাদেশ কেমন?
- জনবহুল
- নদীমাতৃক
- রূপসী
- অপরূপ
10159. সেইদিন এই মাঠ কবিতায় কবির কোন ভাবনা প্রকাশিত হয়েছে?
- মৃত্যুভাবনা
- অস্তিত্বভাবনা
- সমাজ ভাবনা
- দেশ ভাবনা
10160. কবি জীবনানন্দ দাশের কবিতার বৈশিষ্ট্য হলো –
- পল্লির জীবন ও জীবন দর্শন
- প্রকৃতির রূপবৈচিত্র্য ও জীবন চেতনা
- নাগরিক জীবনের আশা আকাঙ্ক্ষা
- বাংলার প্রকৃতি ও ঐতিহ্যচেতনা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-7-সেইদিন-এই-মাঠ - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1016"